ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

কমলনগরে মেছো বাঘ আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৭
কমলনগরে মেছো বাঘ আটক আটক মেছো বাঘ

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় একটি মেছো বাঘ আটক করেছে স্থানীয় জনগণ। সোমবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার হাজিরহাট ইউনিয়নের করুনানগর এলাকার আবু হাওলাদারের বাগান বাড়ি থেকে প্রাণীটি আটক করা হয়। পরে খবর পেয়ে পুলিশ এসে প্রাণীটি উদ্ধার করে।

স্থানীয়রা জানান, বিকেলে শিশুরা আবু হাওলাদারের বাগানের পাশে খেলছিল। এসময় প্রাণীটিকে দেখে আতঙ্কিত হয়ে পড়ে তারা।

খবর পেয়ে স্থানীয় লোকজন একত্রিত হয়ে ফাঁদ পেতে রাখে। সন্ধ্যায় প্রাণীটি ওই ফাঁদে আটকা পড়ে। এসময় স্থানীয়রা লাঠি দিয়ে পিটিয়ে মেছো বাঘটিকে আহত করেন। তিন ফুট লম্বা ও দেড় ফুট উচ্চতার মেছো বাঘটির ওজন প্রায় আট কেজি।  

ঘটনাস্থল থেকে কমলনগর থানার উপপরিদর্শক (এসআই) শাহ আলম জানান, খবর পেয়ে আহত অবস্থায় প্রাণীটিকে উদ্ধার করা হয়েছে।   

কমলনগর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মো. আক্তারুজ্জামান বলেন, খবর পেয়ে প্রাণীটি উদ্ধার করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।