ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

চলতি মৌসুমে আরও ৫ শৈত্যপ্রবাহ হতে পারে

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৫
চলতি মৌসুমে আরও ৫ শৈত্যপ্রবাহ হতে পারে সংগৃহীত ছবি।

ঢাকা: চলতি শীত মৌসুমে আরও পাঁচটির মতো শৈত্যপ্রবাহ দেশের ওপর দিয়ে বয়ে যেতে পারে। তিন মাসের দীর্ঘমেয়াদি এক পূর্বাভাসে এমন তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস।

রোববার (১২ জানুয়ারি) আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, আগামী মার্চ মাস পর্যন্ত সময়ে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। দক্ষিণ বঙ্গোপসাগরে ১-৩টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, এর মধ্যে একটি নিম্নচাপে পরিণত হতে পারে। এছাড়া দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা কিছুটা বেশি থাকতে পারে। দেশের পশ্চিম, দক্ষিণ-পশ্চিমাঞ্চল, উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে ১-২টি মাঝারি (৬-৮ ডিগ্রি সেলসিয়াস) থেকে তীব্র (৪-৬ ডিগ্রি সেলসিয়াস) এবং ২-৩টি মৃদু (১০-০৮ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি (৬-৮ ডিগ্রি সেলসিয়াস) ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

এদিকে শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল, পশ্চিম, দক্ষিণ-পশ্চিমাঞ্চল, মধ্যাঞ্চল ও নদ-নদী অববাহিকায় মাঝারি অথবা ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা অথবা মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। দেশের উত্তর, উত্তর-পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে ২-৩ দিন বন্ধ ও শিলাবৃষ্টিসহ হালকা থেকে মাঝারি ধরনের কালবৈশাখি ঝড় হতে পারে। দেশের পশ্চিম, উত্তর-পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে ১-২টি মৃদু (৩৬-৩৮ ডিগ্রি সে.) তাপপ্রবাহও বয়ে যেতে পারে।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৫
ইইউডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।