ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

৩ ঘণ্টার ব্যবধানে পঞ্চগড়ে তাপমাত্রা কমলো দশমিক ৩ ডিগ্রি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৫ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৫
৩ ঘণ্টার ব্যবধানে পঞ্চগড়ে তাপমাত্রা কমলো দশমিক ৩ ডিগ্রি

পঞ্চগড়: চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা শুক্রবার (১০ জানুয়ারি) সাত দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় উত্তরের জেলা পঞ্চগড়ে। এদিকে তা এক দিনের ব্যবধানে বেড়ে আট ডিগ্রির ঘরে গিয়ে দাঁড়িয়েছে।

 

শনিবার (১১ জানুয়ারি) ভোর ৬টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আট দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস। তবে তিন ঘণ্টার ব্যবধানে তা কমে গিয়ে আট দশমিক দুই ডিগ্রির ঘরে গিয়ে দাঁড়িয়েছে। এদিকে গত শুক্রবারের চেয়ে তাপমাত্রার পারদ খানিকটা বাড়লেও অব্যাহত রয়েছে কনকনে ঠান্ডা। একই সঙ্গে সকাল সকাল দেখা মিলেছে সূর্যের।

সরেজমিনে দেখা গেছে, রাত থেকে ঘন কুয়াশার চাদরে ঢেকে যায় জেলার সড়ক মহাসড়কগুলো। ভোর থেকে কুয়াশার কারণে মহাসড়কগুলোতে হেড লাইট জ্বালিয়ে যানবাহনগুলোকে চলাচল করতে দেখা গেছে।  

এদিকে কনকনে ঠাণ্ডার কারণে গরম কাপড়ের অভাবে বিপাকে পড়েছেন জেলার নিম্ন আয়ের সাধারণ মানুষেরা। তবে সকাল সাড়ে ৭টা নাগাদ সূর্যের মুখ দেখা দেয়।  

আবহাওয়া অফিস বলছে, জানুয়ারি মাসজুড়ে কয়েকটা শৈত্যপ্রবাহ বয়ে যাবে এ জেলার ওপর দিয়ে। একই সঙ্গে বাড়বে শীত।  

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বাংলানিউজকে বলেন, শনিবার সকাল ৬টায় তেঁতুলিয়ায় আট দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। পরে তিন ঘণ্টার ব্যবধানে দশমিক তিন ডিগ্রি কমে তাপমাত্রা সকাল ৯টায় রেকর্ড করা হয়েছে আট দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস। এ নিয়ে জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ।  

বাংলাদেশ সময়: ০৯৪৫ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৫
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।