ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

তেঁতুলিয়ায় বেড়েছে শীতের দাপট, বেলা বাড়লেও নেই সূর্যের দেখা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫১ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২৪
তেঁতুলিয়ায় বেড়েছে শীতের দাপট, বেলা বাড়লেও নেই সূর্যের দেখা

পঞ্চগড়: ক্রমাগতভাবে শীতের তীব্রতা বেড়ে চলেছে উত্তরের জেলা পঞ্চগড়ে। দিনের বেলা তাপমাত্রার পারদ কিছুটা বাড়লেও ১০ থেকে ১২ ডিগ্রির মধ্যে নেমে আসছে রাতের তাপমাত্রা।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।  

তবে তাপমাত্রা বাড়লেও, বেড়েছে ঘন কুয়াশার তীব্রতা। এদিকে বেলা বাড়লেও ঘন কুয়াশায় ঢাকা পড়ে থাকতে দেখা গেছে জেলার পথঘাট। সেই সঙ্গে রাত থেকে সকাল পর্যন্ত অনুভূত হচ্ছে কনকনে শীত।  

আবহাওয়া অফিসের তথ্য বলছে, ৩০ নভেম্বর সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। ০১ ডিসেম্বর সকালে ১০ দশমিক ৫ ডিগ্রি, ০২ ডিসেম্বর ১০ দশমিক ৯ ডিগ্রি, ০৩ ডিসেম্বর ১১ ডিগ্রি, ০৪ ডিসেম্বর ১১ দশমিক ৪ ডিগ্রি, ০৫ ডিসেম্বর ১২ ডিগ্রি, ৬ ডিসেম্বর ১২ দশমিক ৩ ডিগ্রি, ৭ ডিসেম্বর ১২ দশমিক ৫ ডিগ্রি, ৮ ডিসেম্বর ১১ দশমিক ৫ ডিগ্রি, ৯ ডিসেম্বর ১০ দশমিক ৯ ডিগ্রি, ১০ ডিসেম্বর ১৩ দশমিক ৭ ডিগ্রি, ১১ ডিসেম্বর ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক রোকনুজ্জামান রোকন বাংলানিউজকে বলেন, বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। একই সঙ্গে গত বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।  

তিনি বলেন, তাপমাত্রা উঠা-নামায় বাড়ছে শীতের তীব্রতা। একই সঙ্গে আকাশে মেঘ থাকায় কুয়াশার পরিমাণও বেড়েছে। একই সঙ্গে সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত তাপমাত্রার পারদ আরও কমে আসছে।  

বাংলাদেশ সময়: ১২৫১ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২৪
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।