ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

যশোরে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২৪
যশোরে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

যশোর: যশোরে তীব্র তাপপ্রবাহ চলছে। অতীতের সব রেকর্ড ভেঙে সোমবার (২৯ এপ্রিল) দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা ৪২ দশমিক ০৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

এর আগে, রোববার (২৮ এপ্রিল) যশোরের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল।

এদিন শহরে খুব কম লোকজন চলাচল করতে দেখা গেছে। তবে তীব্র তাপপ্রবাহে থেমে থাকেননি শ্রমজীবী ও সাধারণ মানুষের জীবন। শহর ও শহরতলীতে মাঠে ধান কাটা ও বহনে ব্যস্ততা যাচ্ছে এসব শ্রমজীবী মানুষদের। এছাড়াও ঘরের বাইরে তীব্র তাপপ্রবাহের মধ্যে কাজ করতে গিয়ে অনেকেই অসুস্থ হয়ে আসছেন জেলা সদর হাসপাতালে।

যশোর বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বিমানঘাঁটির আবহাওয়া অফিস সূত্র জানায়, সোমবার দুপুর ২টায় যশোরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২৪
ইউজি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।