ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

নিম্নচাপের প্রভাবে ভোলার নিম্নাঞ্চল প্লাবিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৯ ঘণ্টা, আগস্ট ১, ২০২৩
নিম্নচাপের প্রভাবে ভোলার নিম্নাঞ্চল প্লাবিত

ভোলা: নিম্নচাপ এবং জোয়ারের কারণে ভোলায় নদ-নদীর পানি অস্বাভাবিক হারে বেড়েছে।  

মঙ্গলবার (১ আগস্ট) বিকেলে মেঘনার পানি বিপৎসীমার ৫৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়।

যা চলতি মৌসুমের সর্বোচ্চ জোয়ার বলে নিশ্চিত করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

এদিকে পানি বাড়ায় তলিয়ে গেছে বাঁধের বাইরের অন্তত ১৫টি গ্রাম। এতে ওই সব গ্রামের ৩০ হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। এছাড়া অতি জোয়ারে তলিয়ে গেছে ভোলার ইলিশা ফেরিঘাটের লো ও হাই ওয়াটার ঘাট।  
এতে ফেরিতে ওঠানামা করতে গিয়ে সমস্যায় পড়ছে যানবাহনগুলো।

পানি উন্নয়ন বোর্ড বলছে, নিম্নচাপ কমে গেলেও আগামী কয়েকদিন এ অবস্থা বজায় থাকবে।

জানা গেছে, ভোলা সদরের ইলিশা, রাজাপুর ও ধনিয়া ইউনিয়নে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বাইরে বসবাস করেন ৩০ হাজারের অধিক মানুষ। আর নিম্নচাপ ও জোয়ারে তলিয়ে গেছে এ তিন ইউনিয়নের ১৫ গ্রামের বেশির ভাগ নিচু এলাকা। ঘরবাড়ি, রাস্তা-ঘাটসহ বিস্তীর্ণ এলাকা জোয়ারের পানিতে ডুবে গেছে। এতে রান্না-বান্না, চলাচলসহ বিঘ্নিত হচ্ছে জীবনযাত্রা।

ভোলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মু. হাসানুজ্জামান, মঙ্গলবার থেকে মেঘনার পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সেই সঙ্গে সাগরে রয়েছে নিম্নচাপ। ফলে বেশির ভাগ নিচু এলাকা প্লাবিত হয়েছে।  বিষয়টি আমরা মনিটর করছি, দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে ঝড়ের কবলে পড়ে মেঘনা নদীতে ১১টি ট্রলার ডুবে গেছে।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, আগস্ট ১, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।