ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

সুপেয় পানি চান সাতক্ষীরা শহরের নিম্নআয়ের জনগণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৫ ঘণ্টা, মে ২১, ২০২৩
সুপেয় পানি চান সাতক্ষীরা শহরের নিম্নআয়ের জনগণ

সাতক্ষীরা: সাতক্ষীরা শহরের নিম্নআয়ের মানুষের জন্য সুপেয় পানির অধিকার নিশ্চিত করার দাবিতে মানববন্ধন হয়েছে।

রোববার (২১ মে) সকালে সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্কের সামনে বেসরকারি সংস্থা বারসিক, শিক্ষা সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিম এবং সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি সম্মিলিতভাবে এ মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, সাতক্ষীরা পৌরসভা যে পানি সরবরাহ করে, তা পানের অযোগ্য। এ পানি পান করলে পেটের পীড়া হচ্ছে। পানি ছাড়া যেখানে জীবন অচল, সেখানে সাতক্ষীরা শহরের নিম্নআয়ের মানুষকেও বাধ্য হয়ে পানি কিনে খেতে হচ্ছে। এখনই এ বিষয়ে ব্যবস্থা নেওয়া না হলে নিম্নআয়ের মানুষের জীবনে কষ্টের সীমা থাকবে না।  

বক্তারা শহরের নিম্নআয়ের মানুষের জন্য সুপেয় পানি সরবরাহ নিশ্চিতের দাবি জানান।

এসময় সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহ্বায়ক আজাদ হোসেন বেলালের সভাপতিত্বে বক্তব্য দেন সদস্য সচিব আবুল কালাম আজাদ, জাসদ নেতা ওবায়দুস সুলতান বাবলু, মানবাধিকার কর্মী মাধব চন্দ্র দত্ত, সিনিয়র সাংবাদিক শরিফুল্লাহ কায়সার সুমন, উন্নয়ন কর্মী জিএম মনিরুজ্জামান, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের সমন্বয়ক আহসান রাজীব, প্রকৃতি ও জীবন ক্লাবের মো. আব্দুস সামাদ, জেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক মো. আব্দুস সামাদ, মহিলা পরিষদের সাংগঠনিক সম্পাদক রুপা বসু, নারীনেত্রী জাহানারা পারভীন, পিপীলিকা কিশোরী সংগঠনের নেত্রী তামান্না পারভীন তমা, শিক্ষা সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের সংগঠক এসএম হাবিবুল হাসান, প্রথম আলো বন্ধুসভার সভাপতি কর্ণ বিশ্বাস কেডি, ভিবিডির সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, বারসিক কর্মকর্তা গাজী মাহিদা মিজান, যুব সংগঠক জাহাঙ্গীর আলমসহ অনেকে।

বাংলাদেশ সময়: ১২৫৪ ঘণ্টা, মে ২১, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।