ঢাকা, সোমবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্যারিয়ার

জাগো ফাউন্ডেশনে চাকরি, বেতন ৭০ হাজার

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৩ ঘণ্টা, জুন ২০, ২০২২
জাগো ফাউন্ডেশনে চাকরি, বেতন ৭০ হাজার

জাগো ফাউন্ডেশন সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের ফান্ড রাইজিং অ্যান্ড গ্র্যান্ড ম্যানেজমেন্ট বিভাগে লোকবল নিয়োগ দেবে।

প্রার্থীর প্রপোজাল রাইটিং, ডোনার রিপোর্টিং, সম্পর্ক উন্নয়ন ও ডাটা বিশ্লেষণ করার সক্ষমতা থাকতে হবে।

পদের নাম : ম্যানেজার

পদের সংখ্যা : উল্লেখ নেই

আবেদন যোগ্যতা : সোশ্যাল সায়েন্স ইন্টারন্যাশনাল রিলেশন, ইকোনমিকস বিষয়ে স্নাতক পাস হতে হবে। এছাড়া বিভিন্ন ট্রেনিং ও কোর্স সম্পন্ন থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। পদ সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ৭ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। একইসঙ্গে স্টোকহোল্ডার, বেসরকারি সংস্থায় কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

প্রপোজাল রাইটিং, ডোনার রিপোর্টিং, সম্পর্ক উন্নয়ন, ডাটা বিশ্লেষণ করার সক্ষমতা থাকতে হবে। তাছাড়া প্রার্থীর মধ্যে নেগশিয়েশন ও নির্ধারিত সময়ের মধ্যে কাজের কাজ সম্পন্ন করার মানসিকতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে। পরিশ্রমী হতে হবে। থাকতে হবে নেতৃত্বের গুণাবলীও।

আবেদন যেভাবে : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন এখানে।

বেতন ও সুযোগ সুবিধা : বেতন ৬০,০০০-৭০০০০ হাজার টাকা। প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে বোনাস, প্রভিডেন্ট ফান্ড, সাপ্তাহিক দুইদিন ছুটি প্রদান করা হবে।

আবেদনের শেষ তারিখ : ১৬ জুলাই, ২০২২

বাংলাদেশ সময়: ১১৩২ ঘণ্টা, জুন ২০, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।