ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্যারিয়ার

পূবালী ব্যাংকে চাকরির সুযোগ

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৫ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২২
পূবালী ব্যাংকে চাকরির সুযোগ

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে পূবালী ব্যাংক লিমিটেড। প্রতিষ্ঠানটি তাদের মার্কেটিং বিভাগে লোকবল নিয়োগ দেবে।

আগ্রহীরা ডাকযোগে আবেদন করতে পারবেন।

পদের নাম: প্রধান মার্কেটিং কর্মকর্তা (জেনারেল ম্যানেজার সমমান)।

আবেদন যোগ্যতা :  কমপক্ষে ১৮ বছর ব্যাংকিং/ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এরমধ্যে ন্যূনতম ৩ বছর ডেপুটি জেনারেল ম্যানেজার/ ভাইস প্রেসিডেন্ট বা সমমান পদ মর্যাদায় কাজের অভিজ্ঞতা থাকতে হবে। মার্কেটিং বিভাগে ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

মার্কেটিংয়ে মেজর নিয়ে মাস্টার্স/ এমবিএ পাস করতে হবে। একাডেমিক কোনো পর্যায়ে তৃতীয় বিভাগে থাকা যাবে না। প্রার্থীর বয়স ৫০ বছরের বেশি হওয়া যাবে না।

আবেদন যেভাবে: আগ্রহীদের আবেদন করতে হবে ডাকযোগে। সিভি, কভার লেটার ও একাডেমিক ও প্রফেশনাল সার্টিফিকেটের কপি পাঠাতে হবে জেনারেল ম্যানেজার, হিউম্যান রিসোর্সেস ডিভিশন, পূবালী ব্যাংক লিমিটেড, ২৬ দিলকুশা সি/এ, ঢাকা-১০০০ এই ঠিকানায়।

বেতন ও সুযোগ সুবিধা : বেতন আলোচনা সাপেক্ষে। এছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা দেওয়া হবে।

আবেদনের শেষ তারিখ: ১০ ফেব্রুয়ারি, ২০২২ পর্যন্ত

বাংলাদেশ সময়: ০৭১৪ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২২
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।