ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্যারিয়ার

প্রাণ গ্রুপে সেলস-এ চাকরি

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৯
প্রাণ গ্রুপে সেলস-এ চাকরি

প্রাণ গ্রুপের পণ্য সুষ্ঠুভাবে বিক্রয় ও বাজারজাতকরণের জন্য সেলস রিপ্রেজেন্টেটিভ এবং শোরুম সেলস এক্সিকিউটিভ নিয়োগ দেওয়া হবে।

স্নাতক বা উচ্চ মাধ্যমিক পাস হলেই পদগুলোতে আবেদন করা যাবে। শিক্ষাজীবনে ন্যূনতম জিপিএ ২.০০ অথবা ২য় বিভাগ থাকতে হবে।

বয়স হতে হবে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে। পুরুষ ও মহিলা উভয়েই আবেদন করতে পারবেন।

প্রার্থীদের ন্যূনতম উচ্চতা পুরুষদের ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি এবং মহিলা ৫ ফুট ১ ইঞ্চি হতে হবে। প্রার্থীকে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। বিক্রয় বিভাগে ২ বছরের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে এসএসসি পাশ ও প্রার্থীদের বয়স সর্বোচ্চ ৩৫ বছর পর্যন্ত গ্রহণযোগ্য।

বাংলাদেশের যেকোন জেলায় এবং কোম্পানির যেকোন সেলস টিমে কাজ করার মানসিকতা থাকতে হবে।

আগ্রহী প্রার্থীদের বিজ্ঞপ্তিতে দেয়া নির্ধারিত তারিখ ও সময়ে সরাসরি সাক্ষাৎকারে অংশ নিতে হবে। সাক্ষাৎকারের সময় সদ্য তোলা পাসপোর্ট সাইজের ৪ কপি রঙিন ছবি, সকল পরীক্ষা পাশের মূল সনদ ও ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, অভিজ্ঞতার সনদ এবং জীবন-বৃত্তান্ত সাথে আনতে হবে।

বিজ্ঞপ্তি:


প্রিয় পাঠক, আপনার প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি, ক্যারিয়ার বিষয়ক যেকোন প্রশ্নের উত্তর জানতে, আপনার মতামত জানাতে বা লেখা পাঠাতে চাইলে আমাদের ইমেইল করুন [email protected] ঠিকানায়। বাংলানিউজের সঙ্গেই থাকুন...

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।