ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ক্যারিয়ার

ম্যানেজমেন্ট ট্রেইনি নেবে মার্কেন্টাইল ব্যাংক

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫০ ঘণ্টা, জুলাই ৩, ২০১৮
ম্যানেজমেন্ট ট্রেইনি নেবে মার্কেন্টাইল ব্যাংক

ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার পদে মেধাবী ও উদ্যোমী তরুণদের খুঁজছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকিং প্রতিষ্ঠান মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড।

যোগ্যতা:
ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে যেকোন বিষয়ে স্নাতকোত্তর বা চার বছর মেয়াদী স্নাতক ডিগ্রি থাকলে পদটিতে আবেদন করা যাবে। স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে সিজিপিএ ৪ স্কেলে ৩ বা প্রথম শ্রেণি সমমান থাকতে হবে।

এসএসসি ও এইচএসসিতে জিপিএ ৫ স্কেলে ৪ থাকা লাগবে। ৩০ জুন ২০১৮ তারিখে বয়স হতে হবে অনূর্ধ্ব ৩০ বছর। এমএস ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ারপয়েন্টে দক্ষতা থাকা লাগবে। থাকতে হবে দেশের যেকোন প্রান্তে কাজ করার মানসিকতা।

বেতন:
ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার পদে এক বছর প্রবেশনকালীন সময়ে মাসিক বেতন হবে ৪০ হাজার টাকা। প্রবেশন মেয়াদ শেষে এক্সিকিউটিভ অফসার পদে পদায়ন করা হবে এবং সে অনুযায়ী বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা প্রাপ্ত হবে।

আবেদনের নিয়ম:
আগ্রহী প্রার্থীদের অনলাইনে ব্যাংক ওয়েবসাইটের (http://www.mblbd.com) মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করা যাবে ১২ জুলাই পর্যন্ত।

বিজ্ঞপ্তি-

প্রিয় পাঠক, আপনার প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি, ক্যারিয়ার বিষয়ক যেকোন প্রশ্নের উত্তর জানতে, আপনার মতামত জানাতে বা লেখা পাঠাতে চাইলে আমাদের ইমেইল করুন [email protected] ঠিকানায়। বাংলানিউজের সাথেই থাকুন...

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।