ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

ক্যারিয়ার

৩৭তম বিসিএসের চূড়ান্ত ফল, ১৩১৪জনকে নিয়োগের সুপারিশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৩ ঘণ্টা, জুন ১২, ২০১৮
৩৭তম বিসিএসের চূড়ান্ত ফল, ১৩১৪জনকে নিয়োগের সুপারিশ

ঢাকা: ৩৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। চূড়ান্ত ফলে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৩১৪ জনকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।

মঙ্গলবার (১২ জুন) এ ফল প্রকাশ করা হয়। এবার প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশ ক্যাডারে ১০০ জন, পররাষ্ট্র ক্যাডারে ২০ জন, তথ্য ক্যাডারে ১৪ জন, কৃষি ক্যাডারে ৫০ জন, মৎস্য ক্যাডারে ৭৯ জন, প্রাণিসম্পদ ক্যাডারে ৪৭ জন ও সাধারণ শিক্ষা ক্যাডারে ২১০ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে।

ফলাফল সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd থেকে জানা যাবে।  

এছাড়া, মোবাইলে এসএমএস এর মাধ্যমে ফলাফল জানতে  PSC37Registration Number  লিখে 16222 নম্বরে মেসেজ পাঠাতে হবে।

২০১৬ সালের ৩০ সেপ্টেম্বর ৩৭তম বিসিএসের প্রিলিমিনারি টেস্ট অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ২ লাখ ৪৩ হাজার ৪৭৬ জন। প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হন ৮ হাজার ৫২৩ জন। ২০১৭ সালের ১১ ফেব্রুয়ারি হতে শুরু লিখিত পরীক্ষা নেয়া হয়। এতে উত্তীর্ণ হন ৫ হাজার ৩৭৯ জন পরীক্ষার্থী।

মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৪৭৬৮ জন। ৩৭তম বিসিএস পরীক্ষায় ক্যাডার পদে সুপারিশ পাননি এমন ৩৪৫৪ জনকে ননক্যাডার পদের জন্য অপেক্ষমান তালিকায় রাখা হয়েছে।

ফলাফল দেখতে ক্লিক করুন-


প্রিয় পাঠক, আপনার প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি, ক্যারিয়ার বিষয়ক যেকোন প্রশ্নের উত্তর জানতে, আপনার মতামত জানাতে বা লেখা পাঠাতে চাইলে আমাদের ইমেইল করুন [email protected] ঠিকানায়। বাংলানিউজের সাথেই থাকুন...

 বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, জুন ১৩, ২০১৮
আরএএ/এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।