ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ক্যারিয়ার

সোনালী ব্যাংকে অফিসার পদের লিখিত পরীক্ষার সময়সূচি

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৪ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৮
সোনালী ব্যাংকে অফিসার পদের লিখিত পরীক্ষার সময়সূচি

অফিসার পদে ৮১০ জনকে নিয়োগের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে সোনালী ব্যাংক লিমিটেড।

ব্যাংকার্স সিলেকশন কমিটির বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২০ এপ্রিল শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই ঘন্টাব্যাপী লিখিত পরীক্ষা নেওয়া হবে।

এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ ১৪ হাজার ৪৫৬ জন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশ নিতে পারবেন।

ঢাকার ইডেন মহিলা কলেজ, তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়, উইলস লিট্ল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ, ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ এবং লালমাটিয়া উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষা শুরুর কমপক্ষে আধ ঘন্টা পূর্বে প্রার্থীদের পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হতে হবে। লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য এমসিকিউ পরীক্ষার প্রবেশপত্র অবশ্যই সঙ্গে আনতে হবে।

এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণদের তালিকা এবং পরীক্ষার আসনবিন্যাস দেখুন

প্রিয় পাঠক, আপনার প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি, ক্যারিয়ার বিষয়ক যেকোন প্রশ্নের উত্তর জানতে, আপনার মতামত জানাতে বা লেখা পাঠাতে চাইলে আমাদের ইমেইল করুন [email protected] ঠিকানায়। বাংলানিউজের সাথেই থাকুন...

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।