ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ক্যারিয়ার

ইসলামিক ফাউন্ডেশনে চাকরি

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৬ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৮
ইসলামিক ফাউন্ডেশনে চাকরি

ইসলামিক ফাউন্ডেশনের বাস্তবায়নাধীন 'প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন' শীর্ষক প্রকল্পে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগ করা হবে।

হিসাবরক্ষক পদে ২ জন এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ৫ জনসহ মোট ৭ জন নিয়োগ পাবেন।

হিসাবরক্ষক পদে আবেদনের জন্য বাণিজ্য বিভাগে স্নাতক বা বিবিএ ডিগ্রিসহ কমপক্ষে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

এইচএসসি পাস এবং নির্ধারিত টাইপিং স্পিড থাকলেই অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে আবেদন করা যাবে।

হিসাবরক্ষক পদে মাসিক বেতন সর্বসাকুল্যে ১৯,৩০০/ টাকা এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ১৭,০৪৫/ টাকা।

আগ্রহীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র পাঠাতে হবে ''প্রকল্প পরিচালক, 'প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন' শীর্ষক প্রকল্প', ইসলামিক ফাউন্ডেশন, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭" ঠিকানায়। আবেদন করা যাবে ৫ এপ্রিল পর্যন্ত।

বিজ্ঞপ্তি-

প্রিয় পাঠক, আপনার প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি, ক্যারিয়ার বিষয়ক যেকোন প্রশ্নের উত্তর জানতে, আপনার মতামত জানাতে বা লেখা পাঠাতে চাইলে আমাদের ইমেইল করুন [email protected] ঠিকানায়। বাংলানিউজের সাথেই থাকুন...

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।