ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

ক্যারিয়ার

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে ১০২৫ জন নিয়োগ

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৪ ঘণ্টা, মে ২৮, ২০১৭
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে ১০২৫ জন নিয়োগ

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ৫টি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এর মধ্যে অফিস সহায়ক পদে ৮৬৮ জন, ডেসপ্যাচ রাইডার ১ জন, নিরাপত্তা প্রহরী ৭৬ জন, মালী ৩৯ জন এবং পরিচ্ছন্নতা কর্মী পদে ৪১ জন নিয়োগ পাবেন।

যোগ্যতা:
রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান বাদে সব জেলার প্রার্থীরা আবেদনের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। অফিস সহায়ক, ডেসপ্যাচ রাইডার, নিরাপত্তা প্রহরী এবং মালী পদে আবেদনের জন্য অষ্টম শ্রেণি পাস হতে হবে।

পরিচ্ছন্নতা কর্মী পদে পঞ্চম শ্রেণি পাস বা মেথর সম্প্রদায়ের প্রার্থীরা আবেদন করতে পারবেন। সব পদের প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। তবে মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীরা সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রার্থীদের অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।

বেতন:
নিয়োগপ্রাপ্তদের জাতীয় বেতনস্কেল ২০১৫ অনুযায়ী ৮,২৫০/- ২০,০১০/ টাকা স্কেলে বেতন দেয়া হবে।

আবেদনের নিয়ম:
আগ্রহী প্রার্থীরা অনলাইনে dpe.teletalk.com.bd অথবা www.dpe.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া শুরু হবে ৪ জুন বিকেল ৩টায়। আবেদন করা যাবে ২৪ জুন পর্যন্ত।

বিজ্ঞপ্তি-

প্রিয় পাঠক, আপনার প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি, ক্যারিয়ার বিষয়ক যেকোন প্রশ্নের উত্তর জানতে, আপনার মতামত জানাতে বা লেখা পাঠাতে চাইলে আমাদের ইমেইল করুন [email protected] ঠিকানায়। বাংলানিউজের সাথেই থাকুন...

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।