ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ক্যারিয়ার

সপ্তাহের বাছাইকৃত চাকরি

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৬ ঘণ্টা, মে ২৫, ২০১৭
সপ্তাহের বাছাইকৃত চাকরি

প্রিয় পাঠক, প্রতিদিনের বাছাইকৃত সব চাকরির খবর আপনাদের হাতের নাগালে পৌঁছে দিচ্ছে বাংলানিউজ ক্যারিয়ার বিভাগ। সপ্তাহ জুড়ে প্রকাশিত সব চাকরির খবর একসাথে আপনাকে জানাতে আমাদের বিশেষ আয়োজন : সপ্তাহের বাছাইকৃত চাকরি

বিএসএমআরএমইউ-তে নিয়োগ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি ৯ পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তত্ত্বাবধায়ক প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী (সিভিল), সহকারী প্রকৌশলী (সিভিল), প্লানিং অফিসার, সহকারী এস্টেট অফিসার, সহকারী যানবাহন কর্মকর্তা, সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা, স্টোর কিপার, ড্রাফটসম্যান পদগুলোতে আবেদন করা যাবে ২০ জুন পর্যন্ত।

আবেদনের বিস্তারিত দেখুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার সুযোগ
বিভিন্ন বিভাগে প্রায় ৩৯ জন শিক্ষক নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহবান করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। বিস্তারিত যোগ্যতা দেখুন

ব্র্যাক ব্যাংকে চাকরি
এসএমই ব্যাংকিং ডিভিশনে 'কাস্টমার রিলেশনস অফিসার, স্মল বিজনেস' পদে কর্মকর্তা নিয়োগ দেবে ব্র্যাক ব্যাংক লিমিটেড। নির্ধারিত বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারীরা ২৮ মে পর্যন্ত পদটিতে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করতে ক্লিক করুন

বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেসে ৫৫০ জন নিয়োগ
মাঠসংগঠক পদে ৫৫০ জনকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠান বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ)। এর মধ্যে গ্রেড-১ পদে ২৫০ জন এবং গ্রেড-২ পদে ৩০০ জনকে নেয়া হবে। পদগুলোতে আবেদন করা যাবে ৩১ মে পর্যন্ত। বিস্তারিত

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ
বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহবান করেছে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত নিয়মে আবেদন করতে হবে। আবেদন করা যাবে ১০ জুলাই পর্যন্ত। বিস্তারিত

মহিলা বিষয়ক অধিদপ্তরে নিয়োগ
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীন মহিলা বিষয়ক অধিদপ্তর পরিচালিত 'সোনাইমুড়ী, কালিগঞ্জ, আড়াইহাজার, মঠবাড়িয়া উপজেলায় ট্রেনিং সেন্টার ও হোস্টেল নির্মাণ' প্রকল্পে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তিন পদে মোট ১২ জনকে নিয়োগ দেয়া হবে। বিস্তারিত দেখুন

সাজেদা ফাউন্ডেশনে ছয়শ' পদে নিয়োগ
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা সাজেদা ফাউন্ডেশন। ক্ষুদ্রঋণ কার্যক্রম বাস্তবায়নের জন্য নয় পদে ছয় শতাধিক জনবল নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। এর মধ্যে হেড অব মনিটরিং ডিপার্টমেন্ট পদে ১ জন, মনিটরিং কর্মকর্তা ৪ থেকে ৫ জন, রিজিওনাল ম্যানেজার/ ক্লাস্টার লিডার ৪ থেকে ৬ জন, এলাকা সমন্বয়কারী ৬ থেকে ৭ জন, শাখা ব্যবস্থাপক ২০ থেকে ৩০ জন, ক্ষুদ্র উদ্যোগ ঋণ কর্মকর্তা ৫০ জন, মাঠ কর্মকর্তা ৫০০ জন, ফাইন্যান্স সুপারভাইজার ১০ জন এবং অ্যাসিসটেন্ট একাউন্টস অফিসার পদে ৫০ জন নিয়োগ পাবেন। বিস্তারিত দেখুন

পল্লী উন্নয়ন একাডেমিতে নিয়োগ
বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি পরিচালিত 'সমন্বিত কৃষি কর্মকাণ্ডের মাধ্যমে কুমিল্লা জেলার লালমাই-ময়নামতি পাহাড়ি এলাকার জনগণের জীবন-জীবিকার মানোন্নয়ন' প্রকল্পে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, পাঁচ পদে মোট ২৭ জন নিয়োগ পাবেন। বিস্তারিত

মানবাধিকার কমিশনে নিয়োগ
বাংলাদেশ মানবাধিকার কমিশন ৭ পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পদগুলোতে আবেদন করা যাবে ১৬ জুন পর্যন্ত। দেখুন বিস্তারিত

প্রিয় পাঠক, আপনার প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি, ক্যারিয়ার বিষয়ক যেকোন প্রশ্নের উত্তর জানতে, আপনার মতামত জানাতে বা লেখা পাঠাতে চাইলে আমাদের ইমেইল করুন [email protected] ঠিকানায়। বাংলানিউজের সাথেই থাকুন...

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।