ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

ক্যারিয়ার

এইচএসসি পাসেই ব্যাংকে অফিসার পদে চাকরি

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫০ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৬
এইচএসসি পাসেই ব্যাংকে অফিসার পদে চাকরি

অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিসার (এআরও) পদে চুক্তিভিত্তিক কর্মকর্তা নিয়োগ দেবে দেশের শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড।

অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিসার (এআরও) পদে চুক্তিভিত্তিক কর্মকর্তা নিয়োগ দেবে দেশের শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড। পদটিতে প্রাথমিকভাবে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হবে।

তবে যোগ্যতা এবং কাজের ভিত্তিতে পরবর্তীতে চাকরির মেয়াদ বাড়ানো হবে।

কমপক্ষে এইচএসসি পাস প্রার্থীরা পদটিতে আবেদন করতে পারবেন। তবে স্নাতক পাস প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। এসএসসি ও এইচএসসি পর্যায়ে কমপক্ষে জিপিএ ২.৫০ থাকতে হবে। ২৪ ডিসেম্বর ২০১৬ তারিখে বয়সসীমা সর্বোচ্চ ৩০ বছর। প্রার্থীকে অবশ্যই কম্পিউটারে দক্ষ এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে কাজ করতে আগ্রহী হতে হবে।

নিয়োগপ্রাপ্তদের প্রতি মাসে ১৫ হাজার টাকা বেতন এবং অন্যান্য ভাতা দেয়া হবে।

আগ্রহী প্রার্থীরা অনলাইনে www.bdjobs.com/ucb লিংকের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে আগামী ২৪ ডিসেম্বর পর্যন্ত।

বিজ্ঞপ্তিটি দেখুন-

প্রিয় পাঠক, আপনার প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি, ক্যারিয়ার বিষয়ক যেকোন প্রশ্নের উত্তর জানতে, আপনার মতামত জানাতে বা লেখা পাঠাতে চাইলে আমাদের ইমেইল করুন [email protected] ঠিকানায়। বাংলানিউজের সাথেই থাকুন...

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।