ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্যারিয়ার

সমাজসেবা অধিদপ্তরে নিয়োগ পরীক্ষার সময়সূচী

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১২ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
সমাজসেবা অধিদপ্তরে নিয়োগ পরীক্ষার সময়সূচী

সমাজসেবা অধিদপ্তরের তৃতীয় ও চতুর্থ শ্রেণির ১২ ক্যাটাগরিতে নিয়োগ পরীক্ষার সময়সূচী প্রকাশিত হয়েছে। আগামী ২৮ অক্টোবর শুক্রবার সকাল ১০টায় পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এমসিকিউ পদ্ধতিতে এ পরীক্ষা নেয়া হবে।

ঢাকার চারটি কেন্দ্রে সর্বমোট ১৩ হাজার ৯৫১ জন পরীক্ষার্থীর পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঢাকা কলেজ কেন্দ্রে গ্র্যাজুয়েট টিচার পদের পরীক্ষা নেয়া হবে। আদর্শ উচ্চ বিদ্যালয়, মিরপুর-১০, কাফরুল, ঢাকা- ১২১৬ কেন্দ্রে গ্র্যাজুয়েট টিচার ও খালাম্মা; সরকারি বাঙলা কলেজ, মিরপুর কেন্দ্রে কম্পাউন্ডার, মেট্রন কাম নার্স, কটেজ মাদার ও বড় ভাইয়া এবং সরকারি তিতুমির কলেজে বার্তাবাহক, নিরাপত্তা প্রহরী, মালি, আয়া, ফিটার অ্যাটেনডেন্ট এবং পরিচ্ছন্নতাকর্মী পদের পরীক্ষা নেয়া হবে।

সিটপ্ল্যান দেখুন বিজ্ঞপ্তিতে-

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।