ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

ক্যারিয়ার

শিক্ষক নেবে সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৪ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২৫
শিক্ষক নেবে সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ

সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ‘সহকারী শিক্ষক’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সৈয়দপুর

বিভাগের নাম: সাধারণ-প্রাথমিক শাখা, বাংলা ভার্সন

পদের নাম: সহকারী শিক্ষক

পদসংখ্যা: একজন

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/সমমানসহ বিএড/স্নাতকোত্তর। অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

অভিজ্ঞতা: প্রযোজ্য নয়। তবে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)। এছাড়া প্রতিষ্ঠান প্রদত্ত অন্যান্য সুযোগ-সুবিধা থাকছে।

চাকরির ধরন: ফুল টাইম

প্রার্থীর ধরন: নারী

বয়স: ০১ জানুয়ারি ২০২৫ তারিখে সর্বোচ্চ ৩৫ বছর। অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।

কর্মস্থল: নীলফামারী (সৈয়দপুর)

আবেদনের ঠিকানা: অধ্যক্ষ, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সৈয়দপুর। আবেদনপত্রের খামের উপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।

আবেদন ফি: ট্রাস্ট ব্যাংক লিমিটেড অথবা সোনালী ব্যাংক লিমিটেড হতে অধ্যক্ষ, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সৈয়দপুর এর অনুকূলে ১০০০ (এক হাজার) টাকার এমআইসিআর পে-অর্ডার করতে হবে। আবেদনপত্রের সঙ্গে অবশ্যই টাকা জমার রসিদ পাঠাতে হবে।

লিখিত পরীক্ষার তারিখ ও সময়: আগামী ১৮ জানুয়ারি (শনিবার) সকাল ১০টায় অত্র প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে। শিক্ষকের পরীক্ষা ৮ম-১০ম শ্রেণির পাঠ্যসূচি অনুযায়ী হবে। আগামী ১৯ জানুয়ারি (রোববার) লিখিত পরীক্ষায় নির্বাচিত প্রার্থীদের ডেমোস্ট্রেশন ক্লাস ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এজন্য কোনো ইন্টারভিউ কার্ড ইস্যু করা হবে না এবং কোনো টিএ/ডিএ দেওয়া হবে না।

আবেদনের শেষ সময়: আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।

সূত্র: বিডিজবস ডটকম

বাংলাদেশ সময়: ০৮১০ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।