ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

ক্যারিয়ার

এইচএসসি পাসে সজীব গ্রুপে চাকরি

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৪ ঘণ্টা, জুলাই ৩১, ২০২৩
এইচএসসি পাসে সজীব গ্রুপে চাকরি

আবাসিক ম্যানেজার পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সজীব গ্রুপ।  

প্রতিষ্ঠানটিতে পূর্ণকালীন কাজের জন্য এ পদে লোকবল নিয়োগ দেওয়া হবে।

আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

পদের নাম: আবাসিক ম্যানেজার।  

পদ সংখ্যা: নির্ধারিত নয়।  

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা ব্যাচেলর অব আর্টস (বিএ)। এছাড়া ফায়ার অ্যান্ড সেফটি বিষয়ক কোর্স থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

কাজের ধরন: দর্শনার্থীদের চলাচল নিয়ন্ত্রণ করা। অতিথিরা বাড়িতে এলে তাদের অভ্যর্থনা জানানো এবং আপ্যায়ন করা। প্রতিষ্ঠানের প্রাঙ্গণকে সব ধরনের বিপদ থেকে মুক্ত রাখা। নিরাপত্তারক্ষীদের প্রশিক্ষণের ব্যবস্থা করা।

চাকরির ধরন: পূর্ণকালীন। কর্মক্ষেত্র: অফিসে। বয়সসীমা: সর্বোচ্চ ৫০ বছর। শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন।

প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা: আগ্রহী প্রার্থীদের উচ্চতা অবশ্যই ৫ ফুট ৭ ইঞ্চি হতে হবে। ভালো শারীরিক ফিটনেস থাকতে হবে। অবসরপ্রাপ্ত পুলিশ/সেনা/নৌবাহিনী/বিমান বাহিনী/ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স কর্মীরা অগ্রাধিকার পাবেন।

নিয়োগের স্থান: দেশের যেকোনো স্থান।

বেতন: আলোচনা সাপেক্ষে।  

সুযোগ-সুবিধা: টি/এ, মোবাইল বিল, বার্ষিক বেতন পর্যালোচনা, বছরে দুটি উৎসব বোনাস, ছুটির নীতি, শেখার বড় সুযোগ। এছাড়া কোম্পানির নীতি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা রয়েছে।

আবেদন শুরুর তারিখ: ২৯ জুলাই ২০২৩

আবেদনের শেষ তারিখ: ২৮ আগস্ট ২০২৩

আবেদন পদ্ধতি: আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

বাংলাদেশ সময়: ০৭২১ ঘণ্টা, জুলাই ৩১, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।