ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্যারিয়ার

টিআইবিতে চাকরির সুযোগ, বেতন ১ লাখ ৬৩ হাজার

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২০ ঘণ্টা, জুলাই ২৮, ২০২৩
টিআইবিতে চাকরির সুযোগ, বেতন ১ লাখ ৬৩ হাজার

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) বার্লিনভিত্তিক ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের বাংলাদেশি শাখা। সংস্থাটি বাংলাদেশে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

বাংলাদেশে পার্টিসিপেটরি অ্যাকশন অ্যাগেনস্ট করাপশন: টুওয়ার্ডস ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি (পিএসিটিএ) প্রকল্পে কর্মী নিয়োগ দেবে সংস্থাটি। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

•    পদের নাম: কো–অর্ডিনেটর—আইটি
পদসংখ্যা: ১
যোগ্যতা: কম্পিউটার সায়েন্স/কম্পিউটার ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন টেকনোলজি বা এ ধরনের বিষয়ে অবশ্যই স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়। সিসিএনএ/এমসিএসই/আরএইচসিএসএ/আইটিআইএল/প্রিন্স২/পিএমপি/সিআইএসএ/কোবিট৫–এ সার্টিফিকেট থাকলে ভালো। ক্লাউডভিত্তিক অবকাঠামো ডিজাইন ও বাস্তবায়নে ভালো দখল থাকতে হবে। উইন্ডোজ ও লিনাক্স প্ল্যাটফর্মে কাজ জানা থাকতে হবে। আইটি সাপোর্ট, হেল্প ডেস্ক সার্ভিস, ল্যান অ্যাডমিনিস্ট্রেশন, কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার ট্রাবলশুটিংয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। মাইক্রোসফট অফিস ৩৬৫ ও শেয়ারপয়েন্টের কাজ জানতে হবে। ভিপিএন, টিসিপি/আইপি, রাউটিং, সুইচিং, ভার্চ্যুয়ালাইজেশন, ফায়ারওয়াল, ক্লাউড কম্পিউটিং, বিগ ডাটা টেকনোলজি, অ্যান্টি–হ্যাকিং, আইসিটি ভালনারেবিলিটিস, আইটি সেফগার্ডিং, আইটি সার্ভিস ম্যানেজমেন্ট, আইটি রিস্ক অ্যাসেসমেন্ট ও আইসিটি কমপ্ল্যায়েন্সে বিস্তার জানাশোনা থাকতে হবে। দুর্নীতিবিরোধী মুভমেন্টে কাজের অভিজ্ঞতা বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।
চাকরির ধরন: ফুল টাইম
কর্মস্থল: ঢাকা

বেতন: মাসিক বেতন ১,৬৩,২৪৪ টাকা। সংস্থার নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ–সুবিধা আছে।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের টিআইবির ক্যারিয়ার–সংক্রান্ত ওয়েবসাইটের এই লিংক থেকে বিস্তারিত তথ্য জেনে Apply Now-এ ক্লিক করে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ৫ আগস্ট ২০২৩।

বাংলাদেশ সময়: ০৭১৬ ঘণ্টা, জুলাই ২৮, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।