ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ক্যারিয়ার

সিনিয়র স্টাফ নার্স পদের লিখিত পরীক্ষার তারিখ প্রকাশ

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৩ ঘণ্টা, মে ৮, ২০২৩
সিনিয়র স্টাফ নার্স পদের লিখিত পরীক্ষার তারিখ প্রকাশ

স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অধীন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সিনিয়র স্টাফ নার্স পদের লিখিত পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করা হয়েছে।

এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিনিয়র স্টাফ নার্স পদের লিখিত পরীক্ষা ২৫ মে অনুষ্ঠিত হবে।

রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিতে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪৬৮।

তবে কোনো প্রার্থীর প্রবেশপত্র হারিয়ে গেলে বা নষ্ট হলে কমিশনের ওয়েবসাইট বা টেলিটকের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে।

উল্লেখ্য, পরীক্ষা শুরু হওয়ার কমপক্ষে ১৫ মিনিট আগে কেন্দ্রে আসতে হবে। পরীক্ষা শুরু হওয়ার দুই ঘণ্টার মধ্যে কোনো প্রার্থী কক্ষ ত্যাগ করতে পারবেন না।

বাংলাদেশ সময়: ০৭২০ ঘণ্টা, মে ০৮, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।