ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বইমেলা

বইমেলায় শামিম আরা স্মৃতির ৫ বই

নিজস্ব প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২০
বইমেলায় শামিম আরা স্মৃতির ৫ বই

ঢাকা: এবারের বইমেলায় শামিম আরা স্মৃতির পাঁচটি বই প্রকাশ পেয়েছে। বইগুলো হলো- উপন্যাস ‘অঙ্গনা’, ছোটগল্পের বই- ‘একুশের ফাল্গুনে’, কবিতার বই- ‘প্রতিবিম্ব’, শিশুদের শিক্ষামূলক বই ‘এসো গল্পে গল্পে শিখি’ ও ‘বঙ্গবন্ধু থেকে বিশ্ববন্ধু শেখ মুজিব’ শীর্ষক সম্পাদনার একটি বই।

বইগুলো মেলায় এনেছে প্রকাশনা সংস্থা- বিশ্বসাহিত্য ভবন। বইমেলায় বিশ্বসাহিত্য ভবনের ২৪ নম্বর প্যাভিলিয়নে এসব বই পাওয়া যাচ্ছে।

 

শামিম আরা স্মৃতির বইগুলোতে মূলত পুরুষতান্ত্রিক সমাজের বাধাবিপত্তি পেরিয়ে নারীর লড়াই-সংগ্রাম ও এগিয়ে চলার চিত্র আঁকা হয়েছে।  

রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করা শামিম আরা স্মৃতি অডিট অ্যান্ড একাউন্টস ক্যাডার হিসেবে কর্মরত।  

বাংলাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২০  
এইচজে/এমএ  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।