ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বইমেলা

মেলায় শুভ্র সরকারের প্রথম কবিতার বই ‘বিষণ্ণ স্নায়ুবন’

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২০
মেলায় শুভ্র সরকারের প্রথম কবিতার বই ‘বিষণ্ণ স্নায়ুবন’

ঢাকা: বাংলা একাডেমি বইমেলায় প্রকাশ পেয়েছে শুভ্র সরকারের প্রথম কবিতার বই ‘বিষণ্ণ স্নায়ুবন’।

বইটি বের করেছে প্রকাশনা সংস্থা- পরম্পরা। প্রচ্ছদ করেছেন সারাজাত সৌম।

মেলায় বইটি পাওয়া যাবে- গ্রন্থিক প্রকাশনের ২১১ নম্বর স্টলে।  

প্রথম বই প্রকাশের অনুভূতি ও এ বইতে কী ধরনের কবিতা আছে তা জানতে চাইলে শুভ্র সরকার বলেন,   এ বইয়ে আমি আসলে আমার যাপিত জীবনের চারপাশ তুলে এনেছি। যা কোনোদিন মুখে বলতে পারবো না তা কবিতায় বলার প্রয়াস পেয়েছি। এ বইয়ে মোট ১১টি নাতিদীর্ঘ কবিতা আছে। গত বছরের মে থেকে ডিসেম্বরের মাঝামাঝি সময় পযর্ন্ত এ কবিতাগুলো লেখা। যদিও আমি অনেকদিন থেকেই লেখালেখির সঙ্গে যুক্ত, কিন্তু বই বের করার ব্যাপারে জড়তা কাজ করতো। কবিতাকে এখনো সঠিকভাবে বুঝতে পেরেছি কিনা জানি না। তবে লিখে যাচ্ছি। একটা নিয়ত ছিলো ৪০ বছর বয়সে গিয়ে বই বের করবো। ব্যাপারটা শেষমেশ তাই দাঁড়ালো।  

‘কবিতা লিখতে এসে পেয়েছি মানুষের অবজ্ঞা, তুমুল অভাব, নিজেকে তুচ্ছ করে দেখার মনমানসিকতা। কিছুই করতে না পারার মানসিকতায় একাই পুড়েছি। আমি মূলত কবিতার মানুষ। কবিতা লিখতেই স্বাচ্ছন্দ্যবোধ করি। ’

শুভ্র সরকারের জন্ম ও বেড়ে ওঠা ময়মনসিংহ শহরে।  

বাংলাদেশ সময়: ১১৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২০  
এইচজে 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।