ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বইমেলা

প্রকাশ পেয়েছে মাম্পী দত্তের প্রথম কবিতার বই ‘মেঘমল্লার’

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২০
প্রকাশ পেয়েছে মাম্পী দত্তের প্রথম কবিতার বই ‘মেঘমল্লার’

ঢাকা: বাংলা একাডেমির বইমেলায় প্রকাশ পেয়েছে তরুণ কবি মাম্পী দত্তের প্রথম কবিতার বই ‘মেঘমল্লার’। 

বইটি প্রকাশ করেছে বাতিঘরের সহযোগী প্রকাশনা সংস্থা ‘কবিতাভবন’। প্রচ্ছদ করেছেন মোস্তাফিজ কারিগর।

বইমেলায় বাতিঘর প্রকাশনীর ৪৪৩, ৪৪৪, ৪৪৫ নম্বর স্টলে বইটি পাওয়া যাচ্ছে।

প্রথম বই প্রকাশের অনুভূতি জানতে চাইলে মাম্পী দত্ত বলেন, এটি আমার প্রথম বই। ভালো তো লাগছেই। আকৈশোর কবিতা লিখলেও নিয়মিত লিখছি বছর দুয়েক। এ কবিতাগুলোর উপজীব্য মূলত প্রেম, বিরহ, রোম্যান্টিক ফ্যান্টাসি। আমার কবিতায় সাধারণ মানবিক অনুভূতিগুলিকেই ধরতে চেয়েছি নিজস্ব ভাষায় ও ভঙ্গিতে। সাহিত্যে প্রেম চিরকালীন প্রসঙ্গ। কবিতায় আমি সেই চিরকালীন সুন্দরের, মৈত্রীর কথাই বলতে চেয়েছি।  

‘সংঘাতময় লৈঙ্গিক রাজনীতি আর পণ্যায়নের সংস্কৃতির মুখোমুখি দাঁড়িয়ে যে কোনো সংবেদনশীল মানুষের মতো আমিও তাড়িত হয়েছি, বিপর্যস্ত বোধ করেছি সময়ে সময়ে। দিনান্তে তবু প্রেমে, মানবিক সম্প্রীতি আর সৌহার্দ্যেই আস্থা রাখায় বিশ্বাসী আমি। এসব কবিতা তারই বয়ান। ’

মাম্পী দত্তের জন্ম ১৯৮৮ সালে। বর্তমানে একটি সরকারি কলেজে প্রভাষক হিসেবে কর্মরত।  

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২০ 
এইচজে 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।