ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বইমেলা

শেষ দিনে বই বিক্রির ধুম

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৮
শেষ দিনে বই বিক্রির ধুম শেষ দিনে কেনাকাটায় ব্যস্ত পাঠক/ছবি: বাদল

অমর একুশে গ্রন্থমেলা থেকে: দেখতে দেখতে অন্তিম মুহূর্তে বাঙালির প্রাণের মেলা। শেষ মুহূর্তে মেলায় দর্শনার্থী কম, পাঠক বেশি। যারা আসছেন সবাই নিজের পছন্দের বই কেনায় ব্যস্ত।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) অমর একুশে গ্রন্থমেলার শেষ দিন। তাই বইপ্রেমীদের উপস্থিতি চোখে পড়ার মতো।

মেলায় আসা বইপ্রেমীরা এদিন কিনে নিচ্ছেন পছন্দের লেখকের বই। স্টলে স্টলে খোঁজ করছেন তারা। অন্যদিকে বইপ্রেমীদের এমন ভিড় সামলাতে ভীষণ ব্যস্ত দেখা যায় স্টলের বিক্রয়কর্মীদের। চাহিদা অনুযায়ী বই দিতে তারা হিমশিম খাচ্ছেন।

কাকলী প্রকাশনীর বিক্রয়কর্মী জাহিদ হাসান বাংলানিউজকে বলেন, প্রতিবছর শেষ দিনে বই বিক্রি বেশি হয়। অনেকে শেষ দিন বই কেনার জন্য পরিকল্পনা করেন। সে হিসেবে আজ বইপ্রেমীদের ভিড় থাকাটাই স্বাভাবিক। বিক্রিও ভালো হচ্ছে।

মেলায় যারা আসছেন তাদের অধিকাংশই বই কিনে ফিরছেন। সবার হাতে ব্যাগভর্তি বই। পছন্দের বই সংগ্রহে কুমিল্লা থেকে এসেছেন ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র শাহীন। বাংলানিউজকে বলেন, মেলায় আসার পরিকল্পনা করেছিলাম শুরু থেকেই। কিন্তু ক্লাস শিডিউলের কারণে আসা হয়নি।  

শেষ মুহূর্তে মেলায় আসতে পেরে ভীষণ খুশি এ পাঠক। কিনেছেন পছন্দের সব বই।  

তাম্রলিপি প্রকাশনীর বিক্রয়কর্মী সোহরাব হাসান বাংলানিউজকে বলেন, বইমেলায় আজকের দিনটিতে সবচেয়ে বেশি বিক্রি হয়। অনেকেই পরিকল্পনা করেন শেষ দিনে বই সংগ্রহ করবেন। সে হিসেবে আজ সব পাঠকই বই কিনছেন।

ভাঙছে ২৮ দিনের মিলনমেলা
বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৮
এসকেবি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।