ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বইমেলা

সংখ্যা নয়, মান বিবেচনায় বই আনতে হবে

ফিচার রিপোর্টার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৭ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৮
সংখ্যা নয়, মান বিবেচনায় বই আনতে হবে সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলার কার্যক্রম পরিদর্শনে সংস্কৃতিমন্ত্রী/ছবি: বাংলানিউজ

ঢাকা: মানের কথা বাদ দিয়ে প্রকাশকরা যদি বইয়ের সংখ্যার প্রতি বেশি মনোযোগী হয়, তবে বইমেলার প্রকৃত উদ্দেশ্য ব্যহত হবে বলে মন্তব্য করেছেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর।

বুধবার (৩১ জানুয়ারি) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলার কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন।

এ সময় মন্ত্রী বলেন, মেলায় উন্নত মানের বই আরো বেশি আনার জন্য প্রকাশকদের কাজ করতে হবে।

সংখ্যা নয়, মান বিবেচনায় তাদের বই আনতে হবে।

বইমেলার কার্যক্রম সম্পর্কে মন্ত্রী বলেন, এখনো মেলার কার্যক্রম পুরোপুরি শেষ হয়নি। তবে কি একটা জাদু আছে যেন, সে জাদুতে ঠিক সময়েই কাজ শেষ হয়ে যায়।

মেলার নিরাপত্তা প্রসঙ্গে আসাদুজ্জামান নূর বলেন, মেলায় বিভিন্ন নিরাপত্তা বাহিনীর যথেষ্ট পরিমাণ সদস্য নিয়োজিত থাকবে।  

এ সময় মন্ত্রীর সঙ্গে বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান সহ অনান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৮
এইচএমএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।