ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

বইমেলা

বকুলের ডেটিং’র মোড়ক উন্মোচন  

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৭
বকুলের ডেটিং’র মোড়ক উন্মোচন  

বগুড়া: বগুড়ায় সম্মিলিত সাংস্কৃতিক জোট আয়োজিত একুশে বইমেলায় কথাসাহিত্যিক আব্দুর রাজ্জাক বকুলের লেখা গল্পের বই ডেটিং’র মোড়ক উন্মোচন করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শহরের শহীদ খোকন পার্কের শহীদ মিনারের বেদীতে বইটির মোড়ক উন্মোচন করেন কবি রেজাউল করিম চৌধুরী।

 বইটি ইসলাম রফিক কর্তৃক বগুড়া লেখক চক্র থেকে প্রকাশিত। এর প্রচ্ছদ এঁকেছেন কবি শিবলী মোকতাদির।


 
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কবি মুহম্মদ শহীদুল্লাহ, অ্যাডভোকেট পলাশ খন্দকার, কবি মতিয়ার রহমান, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান ময়না, সাধারণ সম্পাদক আবু সাইদ সিদ্দিকী, কবি সিকতা কাজল, কবি হাদিউল হৃদয়, রনজু ইসলাম প্রমুখ।
 
বইটির দাম রাখা হয়েছে দেড়শ’টাকা। বইমেলায় বইটি পাওয়া যাচ্ছে।

বাংলাদেশ সময়: ০৫০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৭
এমবিএইচ/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।