ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বইমেলা

বইমেলায় আতা সরকারের ‘ক্যাবলাকান্ত’

বইমেলা ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৬
বইমেলায় আতা সরকারের ‘ক্যাবলাকান্ত’

ঢাকা: অমর একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে সাহিত্যিক আতা সরকারের রম্য জার্নাল ‘ক্যাবলাকান্ত’। বইটি প্রকাশ করেছেন প্রকাশনী সংস্থা ‘কালো’।

পাওয়া যাচ্ছে এতিহ্য’র স্টলে। বইটির প্রচ্ছদ করেছেন মুবাশ্বির মজুমদার।

ক্যাবলাকান্তের পরিচয় বইটির ভূমিকায় তুলে ধরে বলা হয়েছে, ‘ক্যাবলাকান্তকে পরিচয় করিয়ে দিতেই হয়। একইসঙ্গে তার আড্ডাখানাও। আমরা কতিপয় বন্ধু আর আড্ডাবাজ তার খবর রাখবো, অন্য আর কাউকে জানিয়ে আনন্দের ভাগ দেবো না। ’

‘কিন্তু এমন-এমন গুরুত্ববাহী ভাগ্য-বিপর্যয় জাতি-বিপর্যয়ের আলামত ফুটে ওঠে, তার আওয়াজে বাগ-বাগিচায় অলি-কলি-ফুলদলও ফুটতে ভুলে যায়। চারপাশের সবকিছুই যেমন প্রকাশ্য হচ্ছে, এমনকি জঙ্গিবাদ-ফ্যাসিবাদ-বিপ্লববাদ আন্ডারগ্রাউন্ড সবাই যেমন মাথার উপর দুর্বাঘাস আর ধুলোমাটি সরিয়ে প্রকাশ্য হচ্ছে, সেখানে শ্রীমান ক্যাবলাকান্ত কেনইবা চিরস্থায়ী আন্ডারগ্রাউন্ড থাকবে?’

বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।