ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বইমেলা

মেলায় জহির চৌধুরীর গল্পগ্রন্থ ‘প্রশ্নগুলো পৃথিবীর ছিল’

বইমেলা ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৬
মেলায় জহির চৌধুরীর গল্পগ্রন্থ ‘প্রশ্নগুলো পৃথিবীর ছিল’

ঢাকা: অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে তরুণ লেখক জহির চৌধুরীর প্রথম গল্পগ্রন্থ ‘প্রশ্নগুলো পৃথিবীর ছিল’। তরুণদের উপযোগী এ বইটি প্রকাশ করেছে সাহস পাবলিকেশন্স।



বইটির প্রচ্ছদ করেছেন মোরশেদ মিশু। পাঁচটি ভিন্ন স্বাদের গল্প নিয়ে ‘প্রশ্নগুলো পৃথিবীর ছিল’ সাজিয়েছেন লেখক।

জহির চৌধুরীর বলেন, শৈশব থেকেই আমি লেখালেখি করি। বিভিন্ন বিষয় নিয়ে লিখলেও গল্প লিখতে আমার বেশ ভালো লাগে। বিশেষ করে তরুণ সাহিত্যর প্রতি রয়েছে হৃদয়ে আলাদা জায়গা। আর এই আলাদা জায়গা থেকেই ‘প্রশ্নগুলো পৃথিবীর ছিল’ লেখা হয়েছে।

বইয়ের গল্পগুলো হলো ‘ধোঁকাবাজি, হঠাৎ স্বপ্নে বিভোর, ক্রসফায়ার, সিরিয়াল প্রীতি অথবা বাস্তবতা এবং মেঘমেদুর’।

লেখক ‘প্রশ্নগুলো পৃথিবীর ছিল’ উৎসর্গ করেছেন তার মা এবং ছোট মামাকে। ১০০ টাকা মূল্যের এ বই পাওয়া যাচ্ছে বইমেলার ৩৭৫ নম্বর স্টলে।

বাংলাদেশ সময়: ০৮০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৬
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।