ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বইমেলা

শোভা প্রকাশ থেকে শাহনেওয়াজ চৌধুরীর কিশোর গল্প

নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
শোভা প্রকাশ থেকে শাহনেওয়াজ চৌধুরীর কিশোর গল্প

অমর একুশে গ্রন্থমেলা ঘুরে: মেলায় শাহনেওয়াজ চৌধুরীর ‘মানবিকতার কিশোর গল্প’ শিরোনামে বই নিয়ে এসেছে শোভা প্রকাশ (১১১-১১৪নং স্টল)।

ভালোবাসার দিনে (১৪ ফেব্রুয়ারি) বইটি মেলায় আসে।

শিশুদের মানবিক মূল্যবোধে জাগ্রত করার প্রয়াসে বইয়ের গল্পগুলো লেখা। যার মূল্য ধরা হয়েছে ১২৫ টাকা। বইটিতে রয়েছে ৮০ পাতা। প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ।

শাহনেওয়াজ চৌধুরীর পড়াশোনা চিকিৎসা বিজ্ঞানে,এমবিবিএস। তিনি নিয়মিত লেখালেখির সঙ্গে জড়িত। কলাম, শিশুসাহিত্য এবং চিকিৎসা বিষয়ক লেখায় তার আগ্রহ পরিলক্ষিত হয়।

বইটির প্রকাশক শোভা প্রকাশের কর্ণধার মোহাম্মাদ মিজানুর রহমান বাংলানিউজকে বলেন, শিশু-কিশোরদের জন্য আমাদের ভালো মানের সাহিত্যকর্ম নেই, যা আছে সবই পুরাতন। নিজস্ব বইপত্র এবং সাহিত্যের মধ্য দিয়ে শিশু-কিশোরদের শিক্ষার বড়ই অভাব। আশা করছি এ বইটি তাদের জন্য সহায়ক হবে। আমি মানবিকতার কিশোর গল্প নিয়ে আশাবাদী।

বাংলাদেশ সময়: ০৩২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
আইএ/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।