ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বইমেলা

টাস্কফোর্সের অভিযান, একটি স্টল বন্ধ ঘোষণা

গ্রন্থমেলা টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৬
টাস্কফোর্সের অভিযান, একটি স্টল বন্ধ ঘোষণা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: অমর একুশে গ্রন্থমেলায় পাইরেটেড বইয়ের বিরুদ্ধে অভিযান চালিয়ে ঐক্য প্রকাশনীর স্টল বন্ধ ঘোষণা করেছে মেলার কপিরাইট বিষয়ক টাস্কফোর্স।

মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) সন্ধ্যার পরে টাস্কফোর্সের প্রধান ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মো. মনজুরুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।



এতে পুলিশ, র‌্যাব ও কপিরাইট অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিযান শেষে মনজুরুর রহমান সাংবাদিকদের জানান, মাওলা ব্রাদার্সের অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা মেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশের ঐক্য প্রকাশনীতে অভিযান চালিয়েছি। মাওলা থেকে প্রকাশিত অধ্যাপিকা সিদ্দিকা কবীরের ‘রান্না খাদ্য পুষ্টি’ বইটির পাইরেটেড কপি উদ্ধার করেছি।

তিনি বলেন, আমরা স্টলটিকে বুধবারের মধ্যে চিঠি পাঠিয়ে দিয়ে তাদের স্টল বন্ধ করে দেবো।

বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৬
এডিএ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।