ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

বইমেলা

গ্রন্থমেলার মাঠ ঘুরে

মেলার যত নতুন বই

গ্রন্থমেলা টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৬
মেলার যত নতুন বই ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গ্রন্থমেলা থেকে: চলছে মেলার ৬ষ্ঠ দিন। অমর একুশে গ্রন্থমেলা কেন্দ্র এ পর্যন্ত এসেছে বিভিন্ন লেখকের প্রবন্ধ, গল্প-কবিতা ও উপন্যাস।

পাঠকের সুবিধার্থে মেলার মাঠ ঘুরে উল্লেখযোগ্য বইয়ের তথ্য দেওয়া হলো।

প্রবন্ধ, নিবন্ধ, গবেষণা
স্বাধীনতা সংগ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয়- রফিকুল ইসলাম, আগামী প্রকাশনী। একুশের গুলিবর্ষণ, মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুর কারিশমা- মো. নুরুল আনোয়ার, ঐতিহ্য। নির্বাচিত রাজনৈতিক ও সাংস্কৃতিক প্রবন্ধ- হাসান আজিজুল হক, আলোঘর। মুক্তিযুদ্ধের রচনাসমগ্র- আবুল মাল আবদুল মুহিত, মাওলা ব্রাদার্স। মিশ্রগদ্য- সৈয়দ শামসুল হক, স্টুডেন্ট ওয়েজ। বাংলাদেশের লোককাহিনী- ড. আশরাফ সিদ্দিকী, চারুলিপি। মানস মুকুরে বিম্বিত স্বদেশ- আহমদ শরীফ, আগামী প্রকাশনী। মধ্যবিত্তের বিকাশ ও ভোগবাদের উত্থান- মামুন রশীদ, আগামী প্রকাশনী। আমার গদ্য- ফরিদ কবির, অ্যাডর্ন পাবলিকেশন। কালেক্টেড পেপারস অন ইকোনমিক ইস্যু- সালাহউদ্দিন আহমদ, আলোঘর। নজরুল সৃজনের আনন্দমহল, আবদুর রউফ চৌধুরী, সূচীপত্র। বাংলাদেশের সংবিধানের বিকাশ, বৈশিষ্ট্য ও বিচ্যুতি- সম্পাদনা : বিচারপতি মোহাম্মদ গোলাম রাব্বানী, ঐতিহ্য। বাংলাদেশের শিক্ষানীতি ও নারীশিক্ষা- ড. সুলতানা জেসমিন, ঐতিহ্য। বঙ্গবন্ধু, জিয়া ও মঞ্জুর হত্যাকাণ্ড: জতুগৃহ একটিই- মো. নুরুল আনোয়ার, ঐতিহ্য। পিকাসোর নারীরা- আনোয়ারা সৈয়দ হক, আলোঘর। নজরুল তৃতীয় বিশ্বের মুখপাত্র- মজিদ মাহমুদ, দেশ পাবলিকেশন্স। কামাল চৌধুরী : প্রেম ও দ্রোহের কবি- সম্পাদনা : অচিন্ত্য চয়ন, দেশ পাবলিকেশন্স। মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসে জীবন ও সমাজ- মাহফুজা হিলালী, গতিধারা। নজরুল ও বিশ্বসংস্কৃতি- ড. রাজীব হুমায়ূন, সূচীপত্র। হাজংদের অতীত বর্তমান- আবু সাইদ কামাল, গতিধারা। ঔপনিবেশিক ভারতে বিলাতি নারীরা- আদনান সৈয়দ, ইত্যাদি গ্রন্থপ্রকাশ। ভাষা-শহীদ- রফিকুর রশীদ, ইত্যাদি গ্রন্থপ্রকাশ।

উপন্যাস, ছোটগল্প
অচেনা- সৈয়দ শামসুল হক, আলোঘর। স্বপ্নে সীমানা পারাপার- জ্যোতিপ্রকাশ দত্ত, অন্যপ্রকাশ। শুচিতা- হাসনাত আবদুল হাই, আগামী প্রকাশনী। আমার প্রেমের গল্প- রশীদ হায়দার, আগামী প্রকাশনী। গল্পসংগ্রহ ১- হরিশংকর জলদাস, মাওলা ব্রাদার্স। মহীতোষের স্মৃতির খোঁজে- আখতার হুসেন, বেহুলাবাংলা। বালিহাঁসের ডাক- স্বকৃত নোমান, অনিন্দ্য প্রকাশ। পিছলা ঘাট : শামসুজ্জামান হীরা, অনুপম প্রকাশনী। জুতোর ভেতর কার পা- শেখ আবদুল হাকিম, আলোঘর। নগর ঢাকায় জনৈক জীবনানন্দ- পিয়াস মজিদ, অন্যপ্রকাশ। ফারিয়া মুরগির বাচ্চা গলা টিপে টিপে মারে- মেহেদী উল্লাহ, চৈতন্য। জয় বাংলা : মুজিব ইরম, বেহুলাবাংলা। রাত্রিশেষ- আহসান হাবীব, দিব্যপ্রকাশ। অন্তর্দহন- বিপাশা মন্ডল, বেহুলাবাংলা। আবছায়াদের রূপকথা- শুভাশিস সিনহা, ঐতিহ্য। আবু ওসমানের নিজস্ব ভুল- পলাশ মাহবুব, অন্যপ্রকাশ। মুক্তিযুদ্ধের গল্প সংকলন- সম্পাদনা- মোহাম্মদ আবদুল মাননান ও রাশেদ রহমান, পলল পাবলিকেশন্স। বলেশ্বরী পেরিয়ে- মিহির সেনগুপ্ত, আলোঘর। কালো হরফের অশ্বারোহী- আলিম আজিজ, আলোঘর। উপকণ্ঠের মালিক- রোকসানা মালিক, আগামী। সিনেমা হলে গলি- ইশতিয়াক আহমেদ, দেশ পাবলিকেশন্স। ছুঁয়ে দাও বালিকা- ইকবাল খন্দকার, দেশ পাবলিকেশন্স।

কবিতা
মধুর মুহূর্তগুলি চলে যায়- মহাদেব সাহা, মাওলা ব্রাদার্স। নির্বাচিত কবিতা- মাহবুব কবির, ভাষাচিত্র। পাতাগুলি আলো- ওবায়েদ আকাশ, ইত্যাদি গ্রন্থপ্রকাশ। নির্বাচিত কবিতা- মাহবুব কবির, ভাষাচিত্র। আজো, কেউ হাঁটে অবিরাম- গুলতেকিন খান, তাম্রলিপি। আঁধারের নাকফুল- মনসুর আজিজ, সূচীপত্র। দ্বিতীয় দশকের কবিতা- সম্পাদনা- অরবিন্দ চক্রবর্তী, ঘাসফুল। রক্তমাদল- দ্বিত্ব শুভ্রা, চৈতন্য। দমবন্ধ রুদ্রঘড়ি- সুমন ইউসুফ, অর্বাক প্রকাশনা। দীর্ঘশ্বাসে দাড়ি- গোলাম রাব্বানী, পাললিক। । বিরুদ্ধ প্রচ্ছদের পেখম- জাব্বার আল নাইম, বিভাস প্রকাশনী। মন খারাপের গাড়ি- মাহবুবুল হক শাকিল, অন্বেষা। কোনো বাইপাস নেই : জিয়াবুল ইবন, বেহুলাবাংলা। কেউ হয়তো আমাকে থামতে বলবে- শামস আল মমীন, আগামী। কাকতাড়‍ুয়াদের গোপন গ্রাম- রাহেল রাজিব, বেহুলাবাংলা। সারামুখে ব্যান্ডেজ- অরবিন্দ চক্রবর্তী, বেহুলাবাংলা। নির্বাচিত কবিতা- মতিন বৈরাগী, দেশ পাবলিকেশন্স।

ভ্রমণ, জীবনী, অনুবাদ
দুয়ার হতে দূরে- হাসান আজিজুল হক, ইত্যাদি গ্রন্থপ্রকাশ। মীর মশাররফ হোসেন : অপ্রকাশিত ডায়েরি- সংকলন, সম্পাদনা ও ভূমিকা : আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ। শিল্পাচার্য জয়নুল আবেদিন : জীবন ও কর্ম- জাহাঙ্গীর হোসেন, মাওলা ব্রাদার্স। পথের সময়- পান্না কায়সার, চারুলিপি। ভাষান্তরসমগ্র- শাহাদুজ্জামান, পাঠক সমাবেশ। যখন সাংবাদিক ছিলাম- ওবায়দুল কাদের, চারুলিপি। আমার জন লেনন- মূল- সিনথিয়া লেনন, অনুবাদ- রুদ্র আরিফ, ভাষাচিত্র। পৃথিবী সেরা সমকালীন চার কবির কবিতা- সম্পাদনা- আমিনুর রহমান, অ্যাডর্ন পাবলিকেশন্স। ১০ সদর স্ট্রিট : রবীন্দ্রনাথের কলকাতা- শাকুর মজিদ, প্রথমা। মাশরাফি- দেবব্রত মুখোপাধ্যায়, ঐতিহ্য। স্বর্ণপ্রাতে- শাহরিয়ার হোসেন, তাম্রলিপি। আমাদের দেখা কিছু মানুষ কিছু স্মৃতি- খসরুজ্জামান চৌধুরী, মাওলা ব্রাদার্স। রাজশাহীতে রবীন্দ্রনাথ- ফজলুল হক, দিব্যপ্রকাশ। ত্রিকাল ত্রিগুণ- কর্নেল (অব.) এস ডি আহমদ, আগামী। সেকাল একাল- সুখরঞ্জন দাশগুপ্ত, ঐতিহ্য। আগুনের গাছ (আধুনিক আরবি কবিতা)- অনুবাদ- আবু সাঈদ ওবায়দুল্লাহ, ঐতিহ্য। ফয়েজ আহমদ ফয়েজ : কবিতামূল হতে ভাষান্তর- জাভেদ হুসেন, ঐতিহ্য। বন্দীশালা : বিদেশি লেখকদের লেখা- অনুবাদ : আনিসুর রহমান, ঐতিহ্য। প্রাইভেট লাইফ অফ ইয়াহিয়া খান- মূল : দেওয়ান বারীন্দ্রনাথ, অনুবাদ : রফিক হারিরি, ঐতিহ্য। ভিক্টোরিয়া থেকে নায়াগ্রা : জানা অজানার পথে পথে- ড. চিত্তরঞ্জন দাস, আগামী। কৃষ্ণচন্দ্র মজুমদার- সুশান্ত সরকার, আগামী। ইউরোপের পথে পথে- রাজীব সরকার, ইত্যাদি গ্রন্থপ্রকাশ।

শিশু-কিশোর, সায়েন্স ফিকশন
ক্রেনিয়াল- মুহম্মদ জাফর ইকবাল, তাম্রলিপি। রঙবিবি- ধ্রুব এষ, আলোঘর। নিতুর ডায়েরি ১৯৭১- দীপু মাহমুদ, সূচীপত্র। তপুর চালাকি- সুমন্ত আসলাম, আলোঘর। আমাদের বিলু মামা- শাহাবুদ্দীন নাগরী, সূচীপত্র। একাত্তরের বীর বিচ্ছু- আহমেদ রিয়াজ, পাঞ্জেরী। কেঁচো খুঁড়তে সাপ- আহসান হাবীব, তাম্রলিপি। ফজল মাস্টারের স্কুল : শামস সাইদ, বেহুলাবাংলা। গণেশ ধনেশ রণেশ এবং ভূতের বাচ্চা- লুৎফর রহমান রিটন, চন্দ্রাবতী একাডেমি। একলা ছুটি প্রাণের খোঁজে- আশিক মুস্তাফা, বাংলাদেশ শিশু একাডেমী। এই ছড়াটা আমার, ঐ ছড়াটা তোমার- মোশাররফ হোসেন ভুঞা, ঐতিহ্য।

বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৬
এডিএ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।