ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বইমেলা

বইমেলায় বিক্রি বেড়েছে সাড়ে ৫ কোটি টাকা

সিনিয়র করেসন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৫
বইমেলায় বিক্রি বেড়েছে সাড়ে ৫ কোটি টাকা ছবি: শাকিল / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গ্রন্থমেলা থেকে: বিরোধী জোটের টানা হরতাল অবরোধের মধ্যেও এবারের অমর একুশে গ্রন্থমেলায় বাংলা একাডেমিসহ সব প্রকাশনী মিলে বিক্রি হয়েছে প্রায় ২২ কোটি টাকার বই। গতবছরের তুলনায় যা সাড়ে পাঁচ কোটি টাকা বেশি।



শনিবার সন্ধ্যায় (২৮ ফেব্রুয়ারি) মেলার শেষ দিন বাংলা একাডেমির জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানা যায়।

গতবছর মেলায় বিক্রি হয়েছে সাড়ে ১৬ কোটি টাকার বই। গতবছরের চাইতে এবার সাড়ে ৫ কোটি টাকার বই বেশি বিক্রি হয়েছে।

এবারের মেলায় মোট ৩ হাজার ৭০০ বই প্রকাশিত হয়েছে। জনসংযোগ বিভাগ জানায়, ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলা একাডেমির বিক্রির পরিমাণ প্রায় ১ কোটি ৬০ লাখ টাকা।

বিভিন্ন স্টল মালিকদের কাছে থেকে বাংলা একাডেমি যে তথ্য পেয়েছে সে অনুযায়ী এবারের বইমেলায় মোট বিক্রির পরিমাণ প্রায় ২১ কোটি ৯৫ লাখ টাকা (বাংলা একাডেমিসহ)।

** মেলা ও বইয়ের সঙ্গে বিদায়ী আলিঙ্গন
** বইমেলায় ১০ মিনিট অবস্থান ধর্মঘট
 
বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।