ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

বইমেলা

মেলায় হরিশংকর জলদাসের ‘কোনো এক চন্দ্রাবতী’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫
মেলায় হরিশংকর জলদাসের ‘কোনো এক চন্দ্রাবতী’

বইমেলা থেকে: অমর একুশে গ্রন্থমেলার ২১তম দিন শনিবার (২১ ফেব্রুয়ারি) মেলায় এসেছে হরিশংকর জলদাসের গল্পগ্রন্থ ‘কোনো এক চন্দ্রাবতী’।
 
এতে লেখকের ‘কোনো এক চন্দ্রাবতীকে’, ‘কৃতঘ্ন, ‘কুন্তীর বস্ত্রহরণ’, ‘কীরকমভাবে বেঁচে আছি’, ‘উস্টা’, ‘বিমুগ্ধা অথবা একজন যুবকের গল্প’ শিরোনামে ৬টি গল্প স্থান পেয়েছে।


 
বই সম্পর্কে হরিশংকর জলদাস ‘কোনো এক চন্দ্রাবতী’র ফ্ল্যাপে লিখেছেন, তিনটি গল্প তিন ধরনের। আরেকটি ডিটেকটিভ। প্রেম, অবহেলা আর উপহাসের মিশেল আছে ‘কোনো এক চন্দ্রাবতীকে’ গল্পে।

এছাড়া ‘কৃতঘ্ন’ লেখকের প্রথম ডিটেকটিভ গল্প। ধনী পরিবারের নোংরা রাজনীতি এ গল্পের কেন্দ্রে। যুধিষ্ঠিরের, মূলত মহাভারত-রচয়িতা ব্যাসদেবের প্রতিদ্বন্দ্বী যেন কুন্তী জেলেনি, ‘কুন্তুীর বস্ত্রহরণ’ গল্পে।
 
এ গল্পে নারী-নিপীড়নের সমান্তরালে আঁকা হয়েছে প্রান্তমানুষদের-নিপীড়নের কাহিনী। তিনটি গল্পই ভিন্ন ভিন্ন স্বাদের। বিশ্বাস-পাঠকের ভালো লাগবে।
 
‘কীরকমভাবে বেঁচে আছি’ একজন বিধ্বস্ত মানুষের গল্প। ভদ্রসমাজের অবিশ্বস্ত দাম্পত্যজীবনচিত্র এ গল্পের মূলধন। ‘উস্টা’ যেন প্রত্যেক মানুষেরই কাহিনী। এটি আত্মক্ষরণের গল্প।
 
একরাতে একজন তরুণী ফোন দিয়ে বলেছিল- আপনি শুধু সুন্দরী তরুণীদের নিয়ে গল্প লেখেন। আমার মতো কদাকার মেয়ের মন এবং জীবন কি আপনার গল্পের বিষয়বস্তু হতে পারে না? নাড়া খেয়েছিলাম ভীষণ। এ কাঁপন থেকে লিখেছি ‘বিমুগ্ধা অথবা একজন যুবকের গল্প। ’
 
‘কোনো এক চন্দ্রাবতী’ বইট প্রকাশ করেছে চন্দ্রদীপ। প্রচ্ছদ এঁকেছেন ধ্রুব এষ। ৮০ পৃষ্ঠার বইটির দাম ধরা হয়েছে ১২০ টাকা। এটি পাওয়া যাবে সোহরাওয়ার্দী উদ্যানে চন্দ্রদীপের স্টলে।
 
বইটি অনলাইনে কিনতে ভিজিট করুন:

অথবা ফোনে অর্ডার করতে কল করুন 015 1952 1971 হট লাইন: 16297
 
বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।