ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

বইমেলা

তৃতীয় দিনে নতুন ৬০টি বই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৪
তৃতীয় দিনে নতুন ৬০টি বই

বইমেলা প্রাঙ্গণ থেকে: অমর একুশে গ্রন্থমেলার তৃতীয় দিনে নতুন ৬০টি বই এসেছে মেলায়। সোমবার সন্ধ্যায় বাংলা একাডেমি কর্তৃপক্ষ বইগুলোর নাম ঘোষণা করে।



এরমধ্যে গল্পগ্রন্থ ৮টি, উপন্যাস ৯টি, প্রবন্ধ ৫টি, কবিতা ১৩টি, জীবনী ১টি, রচনাবলি ১টি, মুক্তিযুদ্ধ বিষয়ক ৪টি, ভ্রমণ ৬টি, রম্য/ধাঁধা ১টি, ধর্মী-দর্শন ৩টি, অনুবাদ ১টি, অভিধান/সায়েন্স ফিকশন/অন্যান্য ৮টি বই প্রকাশিত হয়েছে।

বিভাস প্রকাশনী থেকে গোলাম কিবরিয়া পিনু’র কবিতার বই ফুসলানো অন্ধকার, আহমদ শরীফের স্মরণীয় ব্যক্তিত্ব, সিরাজউদ্দিন কাশিমপুরীর লোকগীতি বিরহ ভাটিয়ালী, কাহলিল জীবরানের অনুবাদ দি প্রফেট বালি ও ফেনা, পৃথিবীর ঈশ্বরগণ, শিরীন পাবলিকেশন্স থেকে বাদল মেহেদীর মুক্তিযুদ্ধের ছোট গল্প, রানা জামানের মুক্তিযুদ্ধের অগ্নিসাক্ষী ও মুক্তিযুদ্ধের কিশোর গল্প ১৯৭১, কথা প্রকাশ  থেকে চন্দন আনোয়ারের পোড়াবাড়ি ও মৃত্যুচিহ্নিত কণ্ঠস্বর, ওমর ফারুক নাজমুলের চাঁদের হাটে সোনার গাড়ি, ঐতিহ্য  প্রকাশনা থেকে সাজ্জাদ হুসাইনের উপন্যাস ঘৃণা, অন্য প্রকাশ থেকে শাকুর মজিদেরভ্রমণ কাহিনি নোবেলের শহর, মহাদেব সাহার কবিতা বাংলাদেশ তোমাকে প্রণাম, হুমায়ূন আহমেদের সংকলিত হিমুদাশ, হরিশংকর জলদাসের হরকিশোর বাবু, সালেহ চৌধুরীর হুমায়ূন আহমেদ রচনাবলী-৭, ভুঁইয়া সফিকুল ইসলামের সমিল শব্দের তীর, সৈয়দ শামসুল হকের কবিতা অর্পিত পদাবলি, ফরিদুর রেজা সাগরের ভেনিসের ডেনিস সাহেব, শাহাবুদ্দীন নাগরীর রূপাকাহিনির জিনাতপর্ব ও হেমিংওয়ের দেশে, হুমায়ূন আহমেদের কাকারু, অনুপম প্রকাশনী থেকে মুহম্মদ জাফর ইকবালের মিথ্যা বলার অধিকার ও অন্যান্য এবং ভয় কিংবা ভালোবাসা, আনিসুল হকের যত কাণ্ড চিয়ার নিয়া, অনিন্দ্য প্রকাশ থেকে খালেদ হোসাইনের কবিতাসমগ্র, আহমদ রফিকের দেশ বিভাগ: ফিরে দেখা ও শিল্প সংস্কৃতি জীবন।

আগামী প্রকাশনী থেকে শাহাদুজ্জামানের শাহবাগ ২০১৩, অজয়দাশ গুপ্তের একাত্তরের ৭১, মোর্শেদা জামান লিজির চৌকাঠের বাইরে, তসলিমা নাসরীনের নিষিদ্ধ, অনীশ দাস অপুর রিটার্ণ অব দ্য ওয়্যারউলফ, মুহাম্মদ হাবিবুর রহমানের দেশ ভাবনা, হুমায়ূন কবীর ঢালীর ডিয়াওয়ালা, নন্দিতা প্রকাশ থেকে মোহাম্মদ শেখ সাদীর লোক সাধক মনোমোহন দত্ত ও মলয়া সঙ্গীত, চারুলিপি থেকে সিজন নাহিয়ানের কবিতা উদ্বাস্তু সিরিজ, চিক লুহ চিরানের শাল অরণ্যের মেয়ে শাল ব্রিংনি মি, বাংলা প্রকাশ থেকে অনিশা দাস অপুর দ্য ম্যানিটু, রোখাসানা রফিকের মহুয়া মাদল, আগামী প্রকাশনী থেকে হাসনাত আবদুল হাইয়ের নদী পুরান, উৎস প্রকাশন থেকে হাসনাত আবদুল হাইয়ের কাকন ফকিরের গান, আনোয়ার আজাদের আদিবাসীর বিবর্ণ আলাপ, শাকুর মজিদের মালয় থেকে সিংহপুরী, রব্বানী চৌধুরীর এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, শামসুজ্জামান শামসের দশ দেশের দশ ক্রিকেটার, ইমরুল ইউসুফের এক কিশোর মুক্তিযোদ্ধার গল্প, অ্যাডর্ন পাবলিকেশন থেকে মাহবুব সাদিকের মুক্তিযোদ্ধা কবি মাহবুব সাদিকের কাব্যগ্রন্থ যুদ্ধভাষণ এর ইংরেজি অনুবাদ দি সুইট ওয়ার, আবদুল আজিজ খন্দকারের পবিত্র কোরআনের আলোকে আধুনিক বিজ্ঞান এবং পবিত্র কোরআনের গাণিতিক সমন্বয় ও রহস্যময় আকাশ।

এবারের বইমেলায় ফিকসান, রাজনীতি এবং ইতিহাসের বইয়ের চাহিদা তুলনামূলক বেশি বলে জানান বিক্রেতারা।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।