ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

পটুয়াখালীতে বাসচাপায় বিএন‌পি নেতার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৯ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২০
পটুয়াখালীতে বাসচাপায় বিএন‌পি নেতার মৃত্যু

পটুয়াখালী: পটুয়াখালীতে ঢাকা-কুয়াকাটা সড়কে সাকুরা প‌রিবহ‌নের চাপায় মোটরসাই‌কেল আরোহী ব‌রিশাল মহানগর বিএন‌পির ৭ নম্বর ওয়ার্ড সাংগঠ‌নিক সম্পাদক হা‌ফিজুল ইসলাম লাবুর মৃত্যু হ‌য়ে‌ছে।

শুক্রবার (১০ জানুয়ারি) দুপুর ২টায় গাবুয়া স্ট্যা‌ন্ডের কা‌ছে এ দুঘর্টনা ঘ‌টে।  

মৃত লাবুর বাসা ব‌রিশা‌লের ভা‌টিখানা এলাকায়।

গুরুতর আহত মোটরসাই‌কেল চালক সুরুজ‌কে ব‌রিশাল শে‌রেবাংলা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়ে‌ছে।  

পু‌লিশ জানায়, বিএন‌পি নেতা লাবু ও তার সহ‌যোগী সুরুজ মোটরসাই‌কেলে ব‌রিশাল থে‌কে কুয়াকাটা যা‌চ্ছিলেন। দুপুর দুইটার দি‌কে পটুয়াখালী সদর উপ‌জেলার গাবুয়া স্ট্যা‌ন্ডের কা‌ছে সাম‌নের এক‌টি ট্রাক‌কে ওভারটেক করার সময় পেছন থে‌কে সাকুরা প‌রিবহ‌নের বাস‌টি মোটরসাইকেলটিকে চাপা দেয়। এ‌তে ঘনটাস্থলেই লাবু মারা যান। গুরুতর আহত হন সুরুজ। সাকুরা প‌রিবহ‌নের বাস‌টি চালকসহ আটক ক‌রেছে পুলিশ।

বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।