ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

মেয়র পদে বিএনপির ফরম নিলেন তিনজন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৯
মেয়র পদে বিএনপির ফরম নিলেন তিনজন মনোনয়ন ফরম নিচ্ছেন তাবিথ আওয়াল। ছবি: বাংলানিউজ

ঢাকা: ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে দলীয় মনোনয়ন লাভের আশায় বিএনপি থেকে ফরম কিনেছেন তিন নেতা। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেলে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে গিয়ে তারা ফরম সংগ্রহ করেন।

ঢাকা উত্তর সিটি করপোরেশনে দলীয় মনোনয়ন পাওয়ার আশায় ফরম সংগ্রহ করেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য গত সিটি নির্বাচনে দলীয় প্রার্থী তাবিথ আউয়াল ও বিএনপির বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন।

অপরদিকে ঢাকা দক্ষিণ সিটির মনোনয়ন পেতে ফরম সংগ্রহ করেছেন অবিভক্ত ঢাকার সাবেক মেয়র সদ্য প্রয়াত সাদেক হোসেন খোকার বড় ছেলে বিএনপির বিদেশ বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন।

বিএনপির সহ-দফতর সম্পাদক মুনীর হোসেন বাংলানিউজকে বলেন, বিকেল ৫টা পর্যন্ত মেয়র পদে তিনজন ফরম নিয়েছেন। শুক্রবারও (২৭ ডিসেম্বর) ফরম নিতে পারবেন। তবে শুক্রবার বিকেল ৫টার মধ্যে ফরম পূরণ করে জমা দিতে হবে। শনিবার (২৮ ডিসেম্বর) মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৯
এমএইচ/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।