ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

বিএনপি

না’গঞ্জ জেলা-মহানগর বিএনপির দুই সম্পাদকসহ ৭ জন কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৩ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৯
না’গঞ্জ জেলা-মহানগর বিএনপির দুই সম্পাদকসহ ৭ জন কারাগারে

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেফতার জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুন মাহমুদ ও মহানগর কমিটির সাধারণ সম্পাদক এটিএম কামালসহ সাতজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সাতদিনের রিমান্ড চেয়ে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেলে আসামিদের নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠায় পুলিশ। আদালত বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) শুনানির জন্য দিন ধার্য করে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এরআগে বিএনপি ও এর সহযোগী সংগঠনের ১৯ জনের নামোল্লেখসহ অজ্ঞাত আরও ২ থেকে ৩শ জনকে আসামি করে মামলা হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) রাতে নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ছাইফুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৯
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।