ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

বিএনপি

রাজধানীতে বিজয় র‌্যালি করবে বিএনপি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৩ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৯
রাজধানীতে বিজয় র‌্যালি করবে বিএনপি

ঢাকা: বিজয় দিবস উপলক্ষে রাজধানীতে র‌্যালি করবে বিএনপি। 

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেল ৩টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই র‌্যালি শুরু হবে। র‌্যালিটি মগবাজার মোড়ে গিয়ে সম্পন্ন হবে।

এদের দলের সব পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেবেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে র‌্যালির অনুমতি পাওয়া গেছে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি জানান, আমরা বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার বিকেল ৩টায় নয়াপল্টন থেকে র‌্যালি শুরু করবো। র‌্যালির আগে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে র‌্যালি উদ্বোধন করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি দলীয় নেতাকর্মীদের দুপুর ২টার মধ্যে নয়াপল্টনে উপস্থিত হওয়ার অনুরোধ করেছেন।

বিএনপির মহাসচিব ছাড়াও দলের সিনিয়র নেতারা র‌্যালিতে অংশ নেবেন। এছাড়া বিজয় দিবস উপলক্ষে বুধবার (১৮ ডিসেম্বর) মহানগর নাট্যমঞ্চে বিএনপির উদ্যোগে আলোচনা সভা হবে বলে জানিয়েছেন রিজভী আহমেদ।

বাংলাদেশ সময়: ১১১৯ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৯
এমএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।