ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

বিএনপি

বরিশালে বিএনপির ৩৯ নেতাকর্মী কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৭ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৯
বরিশালে বিএনপির ৩৯ নেতাকর্মী কারাগারে

বরিশাল: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে পুলিশের দায়ের করা নাশকতার মামলায় গ্রেফতার বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার ৩৯ নেতা-কর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। 

বুধবার (৯ জানুয়ারি) তারা আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রফিকুল ইসলাম তাদের আবেদনটি নামঞ্জুর করে এ আদেশ দেন।  

গ্রেফতাররা হলেন- মেহেন্দিগঞ্জ পৌরসভা বিএনপির সভাপতি জিয়াউদ্দিন সুজন, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম মোল্লা, উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক সালাউদ্দিন পিপলু, উপজেলা যুবদলের সভাপতি সৈয়দ রিয়াজ উদ্দিন শাহিন লিটন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহমুদ খান প্রমুখ।

 

আদালত সূত্রে জানা যায়, বিস্ফোরক ও নাশকতাসহ একাধিক অপরাধে গত ১১ নভেম্বর পুলিশ বাদি হয়ে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।  

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৯
এমএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।