ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

বিএনপি

বৈঠকে বিএনপির মধ্যম সারির নেতারা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৮ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৯
বৈঠকে বিএনপির মধ্যম সারির নেতারা

ঢাকা: নির্বাচন পরবর্তী সার্বিক বিষয়ে আলোচনা করতে রুদ্ধদ্বার বৈঠকে বসেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির মধ্যম সারির নেতারা।

সোমবার (০৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক শুরু হয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে।

বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা না থাকলেও ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, বেগম সেলিমা রহমান, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, চেয়ারপারসনের উপদেষ্টা আহমেদ আজম খান, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, বিএনপি নেতা এম মোরশেদ খান ও এজেডএম জাহিদ হোসেন প্রমুখ উপস্থিত রয়েছেন।

 

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৮
টিএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।