ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

ময়মনসিংহে জাল নোট-দেশি অস্ত্রসহ বিএনপির ৮ নেতাকর্মী আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২১ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৮
ময়মনসিংহে জাল নোট-দেশি অস্ত্রসহ বিএনপির ৮ নেতাকর্মী আটক

ময়মনসিংহ: ময়মনসিংহে অভিযান চালিয়ে ৩৮ হাজার টাকার জাল নোট ও ১২ টি দেশীয় অস্ত্রসহ আট বিএনপি কর্মীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আটকরা হলেন- আজিজুল হক (৪০), রিপন মিয়া (৩৫), রায়হান উদ্দিন (৩২), আনোয়ারুল হক (২৯), আবু হানিফ (৪৫), আলা-উদ্দিন (৫৫), আবুল হাসেম (৩৫) ও ছাত্তারকে (৪০)

বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) দুপুরে ডিবি কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৬ ডিসেম্বর) রাতে অভিযান চালিয়ে নগরীর কালীবাড়ী এলাকায় অভিযান চালানো হয়।

এসময় ওই এলাকার সোহাগ কমিউনিটি সেন্টারের সামনে থেকে নির্বাচনী প্রচারণার সময় এক হাজার টাকার ৩৮ টি জাল নোটসহ একজনকে ও নগরীর সেনবাড়ী এলাকার অস্থায়ী বিএনপি’র নির্বাচনী অফিসের ভেতর থেকে ১২ টি দেশীয় অস্ত্রসহ বিএনপির সাত নেতা-কর্মীকে আটক করা হয়।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৮
এমএএএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।