ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

আদিতমারীতে বিএনপি নেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৪ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৮
আদিতমারীতে বিএনপি নেতা গ্রেফতার

লালমনিরহাট: লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের বিএনপির সভাপতি মোহাম্মদ হোসেনকে (৬৫) গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার মহিষখোচা ইউনিয়নের আয়নারপুল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মোহাম্মদ হোসেন উপজেলার মহিষখোচা ইউনিয়নের বারঘড়িয়া এলাকার বাসিন্দা।

তিনি মহিষখোচা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। ওই ইউনিয়ন বিএনপির সভাপতি।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বাংলানিউজকে জানান, সদর থানার একটি মামলায় মোহাম্মদ হোসেনকে আয়নারপুল এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরে তাকে সদর থানায় পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১৪১৯ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।