ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

জয়পুরহাট-২: বিএনপির প্রচারণায় হামলা-মামলার অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৬ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৮
জয়পুরহাট-২: বিএনপির প্রচারণায় হামলা-মামলার অভিযোগ সংবাদ সম্মেলনে বক্তব্যে রাখছেন আবু ইউসুফ মো. খলিলুর রহমান। ছবি: বাংলানিউজ

জয়পুরহাট: নির্বাচনী প্রচারণায় হামলা, মারপিট ও মামলার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন জয়পুরহাট-২ আসনের ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট আবু ইউসুফ মো. খলিলুর রহমান।

মঙ্গলবার (২৫ ডিসম্বের) বিকেলে জয়পুরহাট প্রেসক্লাবে এসব অভিযোগ করেন তিনি।  

সম্মেলনে আবু ইউসুফ মো. খলিলুর রহমান অভিযোগ করে বলেন, আমার নির্বাচনী এলাকায় পোস্টার ছিড়ে ফেলা হচ্ছে।

যেখানে আমার সভা হচ্ছে, সেখানেই প্রতিপক্ষ নৌকার মিছিল নিয়ে সভা ভন্ডুল করার চেষ্টা করছেন। হামলা, মারপিট ও মামলা দিয়ে আমার নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে। এমনকি যারা আমার এজেন্ট হবেন, তাদের বাড়ি বাড়ি গিয়ে এজেন্ট না হওয়ার জন্য জীবনের হুমকি দেওয়া হচ্ছে।  

এ সময় উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা বিএনপির সহ-সভাপতি অধ্যক্ষ সামছুল হক, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাফিজুর রহমান পলাশ, যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম লায়ন ও জেলা যুব দলের সভাপতি ওবায়দুর রহমান সুইটসহ অন্যরা।

তবে অভিযোগ অস্বীকার করেছেন জয়পুরহাট-২ আসনের আওয়ামী লীগ প্রার্থী আবু সাঈদ আল মাহমুদ স্বপন।   

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।