ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

বগুড়ায় বিএনপি-জামায়াতের ২৩ নেতাকর্মী কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪১ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৮
বগুড়ায় বিএনপি-জামায়াতের ২৩ নেতাকর্মী কারাগারে

বগুড়া: বগুড়ার বিভিন্ন উপজেলা থেকে গ্রেফতার বিএনপি-জামায়াতের ২৩জন নেতাকর্মীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছেন পুলিশ।

মঙ্গলবার (২৫ ডিসেম্বর) দুপুরে গ্রেফতার আসামিদের আদালতের হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির ও শিবগঞ্জ থানার ওসি মিজানুর রহমানসহ সংশ্লিষ্ট থানার ওসিরা বাংলানিউজকে বিষয়টি এ তথ্য নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সোমবার (২৪ ডিসেম্বর) দিনগত রাতে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ২৩ আসামিকে গ্রেফতার করে জেলার ১২ থানা পুলিশ। অভিযানে শিবগঞ্জ থানা থেকে নয়জন, শেরপুরে পাঁচজন, ধুনটে একজন, সোনাতলায় পাঁচজন, নন্দীগ্রামে একজন, শাজাহানপুরে একজন ও সারিয়াকান্দি থানা থেকে একজনকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতার আসামিদের মধ্যে একজন জামায়াতকর্মী। ধুনট থানা পুলিশের হাতে গ্রেফতার হন তিনি। বাকিরা বিএনপির মাঠপর্যায়ের নেতাকর্মী বলে জানা গেছে। গ্রেফতার সবার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ভাঙচুর, অগ্নিসংযোগসহ বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৮
এমবিএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।