ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

গ্রেফতারের অভিযোগে সুনামগঞ্জে বিএনপির সংবাদ সম্মেলন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৩ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৮
গ্রেফতারের অভিযোগে সুনামগঞ্জে বিএনপির সংবাদ সম্মেলন বিএনপির সংবাদ সম্মেলন। ছবি: বাংলানিউজ

সুনামগঞ্জ: মামলা ছাড়াই বিএনপির নেতাকর্মীদের গ্রেফতারের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন সুনামগঞ্জ-৪ (সদর-বিশ্বম্ভরপুর) আসনের ঐক্যফ্রন্টের প্রার্থী (ধানের শীষ) ফজলুল হক আছপিয়া।

সোমবার (২৪ ডিসেম্বর) দুপুরে সুনামগঞ্জ শহরের কাজিরপয়েন্ট এলাকায় প্রার্থীর নিজ বাসভবনে তিনি এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ফজলুল হক আছপিয়া বলেন, প্রতি মুহূর্তে নানা হুমকির মধ্যে আমাদের প্রচারণা চালাতে হচ্ছে।

পুলিশ আমাদের নেতাকর্মীদের নানাভাবে ভয়ভীতি দেখানোসহ মামলা ছাড়াই গ্রেফতার করছে। এতে সাধারণ মানুষের মধ্যে গ্রেফতার আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সুষ্ঠু নির্বাচন হবে কিনা তা নিয়ে আমাদের সন্দেহ হচ্ছে।

এ সময় জেলা বিএনপির সব ইউনিটের দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।