ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

মেহেরপুরে বিএনপি-জামায়াতের ১৫ নেতাকর্মী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৮
মেহেরপুরে বিএনপি-জামায়াতের ১৫ নেতাকর্মী গ্রেফতার

মেহেরপুর: মেহেরপুরে বিশেষ অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ১৫ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২২ ডিসেম্বর) দিনগত রাত থেকে রোববার (২৩ ডিসেম্বর) ভোর পর্যন্ত সদর ও গাংনী উপজেলার বিভিন্নস্থানে অভিযান তাদের গ্রেফতার করা হয়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার বাংলানিউজ জানান, সরকারবিরোধী ষড়যন্ত্র ও নাশকতার উদ্দেশে গোপন বৈঠক করার অভিযোগে দায়ের করা বিভিন্ন মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে।

আদালতের মাধ্যমে তাদের মেহেরপুর জেল-হাজতে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

এদিকে, গ্রেফতারের প্রতিবাদে তীব্র নিন্দা জানিয়েছেন মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন ও মেহেরপুর-২ (গাংনী) আসনের ধানের শীষের প্রার্থী জাভেদ মাসুদ মিল্টন। গ্রেফতার আসামিদের ছেড়ে দেওয়া আহ্বান জানিয়েছেন তারা।

বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।