ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

বিএনপি

বিএনপিতে যোগ দেয়া জাপা নেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৮
বিএনপিতে যোগ দেয়া জাপা নেতা গ্রেফতার বিধান চন্দ্র

লালমনিরহাট: সদ্য বিএনপিতে যোগ দেওয়া লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির (জাপা) সাবেক সাধারণ সম্পাদক বিধান চন্দ্রকে (৪৩) গ্রেফতার করেছে পুলিশ। 

রোববার (১৬ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) বাদল চন্দ্র মণ্ডল গ্রেফতারের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।  

এর আগে, ভোরে উপজেলার মদাতী ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিধান চন্দ্র রায় উপজেলার মদাতী এলাকার বিভূতি রায়ের ছেলে। তিনি উপজেলা জাপার সাবেক সাধারণ সম্পাদক পদ ছেড়ে সদ্য বিএনপিতে যোগদান করে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করছিলেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বাংলানিউজকে বলেন, লালমনিরহাট সদর থানার একটি মামলায় বিধান চন্দ্রকে গ্রেফতার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।