ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

ফজলুল হক মিলনের মুক্তি দা‌বি‌তে স্ত্রীর সংবাদ সম্মেলন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৭ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৮
ফজলুল হক মিলনের মুক্তি দা‌বি‌তে স্ত্রীর সংবাদ সম্মেলন সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন সম্পা হক, ছবি: বাংলানিউজ

গাজীপুর: বিএনপির সাংগঠনিক সম্পাদক ও আসন্ন নির্বাচনে গাজীপুর-৫ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ফজলুল হক মিলনের মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন তার স্ত্রী সম্পা হক।

তিনি নেতাকর্মীদের হয়রানি ও গ্রেফতার বন্ধ, নিজেদের নিরাপত্তা ও প্রচারণায় সমান সুযোগ দেওয়ার জন্য নির্বাচন কমিশনের হস্তক্ষেপ কামনা করেন সংবাদ সম্মেলনে।

রোববার (১৬ ডি‌সেম্বর) বি‌কে‌লে গাজীপু‌রের কালীগঞ্জ উপজেলার বর্তুল এলাকায় নিজ বাসভবনে সম্পা এ সংবাদ সম্মেলন ক‌রেন।

এ সময় কালীগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি ফজলুল হক নয়ন বাগমার, হুমায়ুন কবীর মাস্টার ও স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পা হক দাবি করেন, সব মামলায় জামিনে থাকার পরও পুলিশ ফিল্মি স্টাইলে বিএনপি প্রার্থী ফজলুল হক মিলনকে গ্রেফতার করেছে। পরে তাকে অজ্ঞাতনামা আসামি করে রমনা থানায় দায়ের করা মামলায় গ্রেফতার দেখানো হয়।

তিনি আরও দাবি করেন, বর্তমানে নির্বাচনী প্রচারণায় বিএনপি নেতাকর্মীদের বাধা দিচ্ছে পুলিশ-প্রশাসন ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ধানের শীষ প্রতীকের পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে।  

এসব তৎপরতা বন্ধ ও প্রচারণায় সমান সুযোগসহ নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিতে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ কামনা করেন সম্পা হক।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, ডি‌সেম্বর ১৬, ২০১৮ 
আরএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।